কোন ব্র্যান্ডের চশমা পরলে সবকিছু স্বাভাবিক দেখা যায়, সিইসির কাছে জানতে চাইল জনগণ

২৩ পঠিত ... ১৭:১০, ডিসেম্বর ১৭, ২০২৫

13

সম্প্রতি এক ভাষণে সিইসি বলেছেন ঢাকার আইন শৃংখলার কোনো অবনতি তিনি দেখতে পাচ্ছেন না। হাদির ওপর গুলির ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। মাঝে মাঝেই এমন দুই একটা ঘটনা ঘটে। আগেও এমন হয়েছে। সিইসির এমন চমকপ্রদ ভাষণ শুনে জনগন বেশ আশ্চর্য হয়েছে আর তার সাথে খুশিও।

একটি ফেক সাক্ষাৎকারে একজন সাধারণ জনগণ এ ব্যাপারে আমাদেরকে বলেছেন, আমার মনে হয় সিইসির চশমাটির স্পেশাল পাওয়ার আছে। এটি পরলে দুনিয়াতে যে কত শান্তি তার সব ধরা পড়ে এবং কোনো অশান্তি, বিশৃংখলা দেখা যায় না। এই চশমাটি পেলে আমরা একটু শান্তি দেখতে পারব চোখে।

পাশ থেকে আরেকজন পথচারী এই কথার রেশ টেনে বলেন, এ ধরনের চশমার কথা শুধু গল্পের বই আর সায়েন্স ফিকশন সিনেমায় দেখেছি। এখন জানলাম, এটি বাস্তবেও আছে। সিইসি আমাদেরকে সেটা চোখে দিয়ে দেখিয়ে দিলেন। সিইসির চশমার ব্র্যান্ডের নাম আমরা জানতে চাই। প্রয়োজন হলে এই চশমা আমদানী করে এনে পরবো। দেশের এসব পরিস্থিতি দেখতে আমাদের একটুও ভালো লাগে না।

অন্যদিকে সিইসির সাথে এক ফেক ফোনকলে আমাদের কথা হলে তিনি জানান, আমার এই চশমার বিশেষ পাওয়ারটির ব্যাপারে জনগন এখনও জানে না দেখে অবাক হলাম। আমি তো এই চশমা বেশ আগে থেকেই ব্যবহার করছি তাই কোনো বিশৃংখলা কখনই দেখতে পাইনি। হাদির ঘটনা ঘটার দিন চশমাটা খুলে কোথায় রেখেছিলাম খুঁজে পাইনি, তাই ওটা দেখতে পেয়েছি। চশমাটা খুঁজে পেয়ে পরতেই আবার সবকিছু স্বাভাবিক ও শান্তিপূর্ণ দেখা যাচ্ছে। আইন শৃংখলার অবনতির তো কোনো প্রশ্নই ওঠে না!
এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টাকে একটি ফেক ফেসবুক পোস্টে কিছু বলার জন্য বললে তিনি তার ফেক আইডি থেকে বলেন, আমি হলাম হিমু। হিমুরা কিছু বলে না, শুধু দেখে।

২৩ পঠিত ... ১৭:১০, ডিসেম্বর ১৭, ২০২৫

Top