গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের ড. ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালিন সরকার। নানান সংস্কার আনার ঘোষণা দেওয়া এই সরকার পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটি কমিশন গঠন করে। সেই কমিশন নিয়ে আহমাদুল্লাহ-এর এক স্ট্যাটাসের পর কমিশন বাতিল করে সরকার।
এই ঘটনায় আশার আলো দেখছেন দেশপলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারকে ধমক দিয়ে আবারও দেশে ফেরার কথা ভাবছেন এই স্বৈরশাসক।
নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, প্রথমে ভয়ে ছিলাম, এই সরকারকে মনে হচ্ছিল অনেক শক্ত। দেশে ফেরার আশা বাদই দিয়ে দিছিলাম, আহমাদুল্লাহ হুজুরের ঘটনার পর জানে একটু পানি পাইলাম। এখন আমরা সবাই জার জার ওবস্থান থেকে অন্তর্বর্তী সরকারকে ধমক দেয়ার পরিকল্পনা করছি। আশা করছি এক ধমকেই সাইজ করে দেয়া যাবে।
আহমাদুল্লাহ হুজুরকে ধন্যবাদও দিয়েছেন শেখ হাসিনা। নিজের ফেক আইডি থেকে তিনি আরও বলেন, আহমাদুল্লাহ হুজুর আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে এই সরকারকে টাইট দিতে হয়। ওনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আমার কর্মপরিকল্পনায় ওনাকে যোগ করবো বলে ভাবছি।