কাউকে ভদ্রভাবে মাস্ক পরতে বলার ১০টি উপায়

২০৮২ পঠিত ... ০০:০৭, সেপ্টেম্বর ১৭, ২০২০


রাস্তায় বের হলেই টের পাওয়া যায়, নাক না ঢেকে থুতনিতে মাস্ক পরা এখন ফ্যাশন ট্রেন্ড! অনেকে আবার কান জোড়াকে আরাম দিতে মাস্ক আদৌ পরেন না! এইসব মানুষদের কীভাবে ভদ্র উপায়ে মাস্ক পরতে বলা যায়, এরকমই ১০টি অব্যর্থ 'ভদ্র উপায়' রইলো eআরকির ভদ্রনম্র পাঠকদের জন্য...

১# ভাই, থুতনিতে মাস্ক পরলেই আপনাকে যে সুন্দর লাগে- নাকে মাস্ক পরলে তো রীতিমতো হ্যান্ডসাম লাগবে।

২# ভাবী জানেন, এক মহিলা ফেসবুকে সবার কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে। মাস্ক না পরলে আপনাকে দেখতে ঠিক ঐ মহিলার মতো লাগে!

৩# আঙ্কেল, মাস্ক না পরার কারণে আপনি যে চমৎকার ঢেকুর তুলছেন, আমরা সবাই তার সুবাস পাচ্ছি। আপনাকে ধন্যবাদ।

৪# আপনার আসলে দয়ার শরীর। এই যে অসহায় করোনাগুলো মাস্ক পরার কারণে আর কারো শরীরে ঠাঁই পাচ্ছে না, খালি আপনিই ওদেরকে শরীরে জায়গা করে দিচ্ছেন। আপনাকে স্যালুট বস।

৫# না, তোমার থেকে আজকে ফুল কিনবো না। কালকে যদি মাস্ক পরে আসো, দুই টাকা বাড়ায়ে দিয়ে ফুল কিনবো।

৬# ভাই, আপনার জ্বালাময়ী কথার প্রতিটা বাক্যের সাথে একমত। আর আপনি যদি ভবিষ্যতে এগুলি মাস্ক পরে বলেন, তাহলে এক্কেবারে প্রাণ থেকে সহমত।

৭# না, এই আউট হবে না। মাস্ক না পরে বল করছোস তুই, নো বল!

৮# প্রেম কি আশ্চর্য ব্যাপার বলো তো জান? তুমি খেলেই মনে হয় আমার পেট ভরে গেলো, তুমি মাস্ক না পরলে মনে হয় আমার শরীরে করোনা ঢুকে গেলো!

৯# আমাদের দোকানে কফির মূল্য প্রতি কাপ মাত্র দশ হাজার টাকা। আর মাস্ক পরে এলে প্রতি কাপ পড়বে একশো টাকা...

১০# বিয়াই সাহেব, গতকাল আপনাকে দেখলাম বাজারে। ভাবলাম ডাক দেই। পরে ভাবলাম, আমার বেয়াই তো মাস্ক না পরে বাজারে যাবার মতো অসচেতন হতেই পারে না। এটা নিশ্চয়ই অবিকল আপনার চেহারার অন্য কেউ!

২০৮২ পঠিত ... ০০:০৭, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top