বিয়ে ও হুট করে বিয়ের মধ্যে ১০টি পার্থক্য

৩০৩৫ পঠিত ... ১৭:৫০, আগস্ট ২০, ২০২০

মানুষ মাত্রই বিয়ে করে। তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একটি নতুন ধরনের বিয়ের সঙ্গে পরিচিত হয়েছি। এর নাম- হুট করে বিয়ে। এই বিয়েটি সাধারণ বিয়ের মতো হলেও রয়েছে বেশ কিছু পার্থক্য। চলুন তা জেনে নেয়া যাক...

১# বিয়ে হয় বিয়ের সময়। 'হুট করে বিয়ে' হয় বিয়ের পরে।

২# বিয়েতে বৌভাত বা রিসিপশন থাকে। হুট করে বিয়েতে 'বন্ধু, সুযোগ করে একদিন সংবর্ধনার আয়োজন করবোনে, তোরা থাকিস' টাইপ আশ্বাস থাকে। কিন্তু এই একদিন কখনো আসে না।

৩# বিয়ে বর্তমানে হয়। হুট করে বিয়ে সম্ভবত টাইম মেশিনে চড়ে সুদূর অতীতে হয়, যে সময়ে যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে।

৪# বিয়ে স্বেচ্ছায় হয়, হুট করে বিয়ে সম্ভবত বাপ-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, মৃত দাদা-দাদী ইনারা জোর করে চেপে ধরে দিয়ে দেয়।

৫# বিয়ে ফেসবুক লাইফ ইভেন্টে যোগ হয়, কিন্তু হুট করে বিয়ে হয় না। হলেও বাচ্চা কাচ্চা হওয়ার পর।

৬# বিয়েতে কারো উপর দোষ দিতে হয় না। হুট করে বিয়েতে ফ্যামিলির উপর দোষ চাপাতে হয়, 'দোস্ত কিছু করার ছিলো না, বাপ-মায় হুট করে ধরে...'

৭# বিয়েতে শেরওয়ানি, বেনারসি পরে, চোখ ধাঁধানো স্টেজে ছবি তোলার প্রচুর সময় পাওয়া যায়। হুট করে বিয়েতে খুব একটা সময় পাওয়া না গেলেও চোখ ধাঁধানো ছবি ঠিকই তোলা হয়।

৮# বিয়ে হচ্ছে সেমিস্টার ফাইনাল, আর হুট করে বিয়ে সারপ্রাইজ টেস্ট।

৯# বিয়ে করার পর বন্ধুকে সচরাচর যদি খুঁজে পানও, হুট করে বিয়ে করা বন্ধুকে অন্তত মাস ছয়েক কোথাও খুঁজে পাবেন না।

১০# অমুকের বিয়েতে আপনার কোন বন্ধু গিয়েছিল, তা আপনি জানতে পারবেন। কিন্তু হুট করে বিয়েতে গেস্ট হিসেবে যাওয়া বন্ধুরা কখনোই তা স্বীকার করবে না। এমনকি ভুল করে যদি ঐ বিয়ের কোনো ঘটনা শেয়ার করে ফেলে, এরপর বলবে 'না মানে আমি যাই নাই অমুকের কাছ থেকে শুনছি আর কি...'

৩০৩৫ পঠিত ... ১৭:৫০, আগস্ট ২০, ২০২০

Top