বাজেট সংক্রান্ত যে ১৪টি জটিল টার্ম কেউই আপনাকে এমন সহজ করে বোঝায়নি

১১১৫ পঠিত ... ০০:০৯, জুন ১৫, ২০২০

 

 

বাজেট সংশ্লিষ্ট বেশ কিছু জটিল শব্দ বা টার্মের সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। কিন্তু সহজ করে কেউ না বোঝানর কারণে শব্দগুলো আপনার কাছে কিঞ্চিত দুর্বোধ্য মনে হতে পারে। সহজভাবে বুঝানোর সেই গুরুদায়িত্ব পালন করেছেন মেহেদি মাহমুদ আকন্দ

১# ভর্তুকি
আইফোন টেন পুরোনো হয়ে গেছে! এই ফোনে আর প্রেস্টিজ নাই। আইফোন এলিভেন না কিনলে হচ্ছেই না। আইফোন টেনের বিক্রির টাকার সঙ্গে যে টাকা যোগ করলে আইফোন এলিভেন পাওয়া যাবে ওই টাকা যদি বড় আপা বা বড় ভাই দেয় তাহলে সেই টাকাই হচ্ছে মোবাইল খাতে বড় ভাই/আপা কতৃক প্রদত্ত ভর্তুকি।

২# দারিদ্র‍্য বিমোচন প্রকল্প
দেশে যত দরিদ্র আছে সবাইকে আষ্টেপৃষ্ঠে ধরে এদের নাম-নিশানা মুছে ফেলার নামই দারিদ্র‍্য বিমোচন প্রকল্প। বুঝতেই পারছেন এই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা দূর না হলেও কিছু লোকের দারিদ্র (?) কিন্তু ঠিকই দূর হবে। বিমোচন প্রকল্প। বুঝতেই পারছেন এই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা দূর না হলেও কিছু লোকের দারিদ্র (?) কিন্তু ঠিকই দূর হবে।

৩# কালো টাকা
কখন ছিনতাইকারী, প্রেমিকা কিংবা বন্ধুদের কবলে পড়েন সেই ভয়ে সব টাকা মানিব্যাগে রাখেন না। কিছু টাকা গোপন পকেটে লুকিয়ে রাখেন। যেই টাকার খবর আপনি কারো কাছে প্রকাশ করেন না। সেই টাকা হচ্ছে কালো টাকা।

৪# ট্যাক্স
আপনি এলাকার ছোটভাইকে দিয়ে নিয়মিত প্রেমপত্র সঠিক গন্তব্যে প্রেরণ করেন। প্রেরণ করা বাবদ যে হারে ছোটভাইকে টাকা দেন সেই টাকাই ট্যাক্স।

৫# অনুন্নয়নমূলক ব্যয়
যে সরকারি প্রকল্পে সরকারদলিয় নেতাকর্মিদের পকেটের খুব একটা উন্নয়ন হয় না। সরকারদলিয় নেতাকর্মিরা সেই ব্যয়ের নাম দিয়েছে অনুন্নয়নমূলক ব্যয়।

৬# বৈদেশিক সাহায্য
নিজের ব্যাচের কোন মেয়েকে পটাতে যদি অন্যকোন ব্যাচের ছেলেপেলের সাহায্য নেয়া লাগে-তাকে বলে বৈদেশিক সাহায্য।

৭# লক্ষ্যমাত্রা অর্জন
যে মাত্রার মধ্যে পাশের বাসার বারান্দা থাকলে ঢিল দিয়ে চিঠিখানা সেই লক্ষ্যে পাঠানো যায় তাকে বলে লক্ষ্যমাত্রা। আর সফলভাবে চিঠি ছোড়ার কার্য সম্পাদন করতে পারলে তাকে বলে লক্ষ্যমাত্রা অর্জন।

৮# দ্রব্যমূল্য
এটা একটি একমুখী প্রবাহ-বাজেটে বাড়ানো কিংবা কমানোই হোক বাজারে দ্রব্যমূল্য সদাসর্বদা সুষম গতিতে বাড়তেই থাকে।

৯# নিরাপত্তা ব্যয়
সরকারদলীয় কোন নেতা কোথাও গিয়ে জনরোষে পড়লে তাকে নিরাপদে বাসায় ফিরিয়ে আনতে যে ব্যয় হয় তাকেই বলে নিরাপত্তা ব্যয়।

১০# গরিব মারার বাজেট
এটি একটি কাল্পনিক ধারণা। প্রবাদ-প্রবচণও বলা চলে। যখন যে দলই বিরোধী দলে থাকুক না কেন বাজেট সম্পর্কে তারা যে মন্তব্যগুলো করে তারমধ্যে খুবই কমন একটা মন্তব্য হলো গরিব মারার বাজেট।

১১# আমদানি শুল্ক
ফুলদানিতে ফুল রাখার মতো আমদানিতে আম রাখার জন্য পাশের বাগানের মালীকে আম সরবরাহ বাবদ যে ঘুষ দিতে হয় তাই আমদানি শুল্ক।

১২# অর্থনৈতিক মন্দা
অর্থনৈতিক মন্দা হলো এমন এক অর্থনৈতিক অবস্থা যখন এলাকার সব দোকানের হটলিস্টে আপনার নাম থাকবে। কারণ দোকানগুলোতে বাকি রাখার রেকর্ডের দৌড়ে আপনি যথেষ্টই এগিয়ে থাকবেন।

১৩# উচ্চাভিলাষী বাজেট
যখন ঈদকে সামনে রেখে গৃহকর্ত্রী একক কর্তৃত্বে ঈদ মার্কেটিং এর বাজেট ঠিক করে, সেখানে আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রাখা হয় না। তাকেই বলে উচ্চাভিলাষী বাজেট।

১৪# ঘাটতি বাজেট
আপনার হাত খরচের টাকা জোগাতে আপনাকে খুবই হিমশিম খেতে হচ্ছে। এই অর্থনৈতিক ঘাটতির সময়ে কীভাবে টাকা সংগ্রহ করা যায়, কার পকেটে, কার ভ্যানিটিব্যাগে হামলা চালানো যায়-এই অবস্থাকেই বলে ঘাটতি বাজেট।

১১১৫ পঠিত ... ০০:০৯, জুন ১৫, ২০২০

Top