কোয়ারেন্টাইনের সময়ে যে ১০টি উপায়ে নিজেকে ঘরে থাকতে বাধ্য করতে পারেন

৭০৯ পঠিত ... ১৯:৪৬, মার্চ ২৯, ২০২০

কোয়ারেন্টাইনের এই দিনগুলোতে থাকতে হবে ঘরে। ঘরে কাজ নেই, পড়া নেই, অথচ আছে অনেক বিষণ্ণতা... তবুও যাওয়া যাবে না বাইরে! কিন্তু টানা এতগুলো দিন ঘরে থাকতে থাকতে উড়ন্ত মন চুড়ান্ত বিরক্ত হয়ে উড়ে উড়ে বাইরে চলে যেতে চাইবেই। হয়তো প্রায়ই চাইলেও নিজেকে আটকে রাখতে পারবেন না। আবার করোনায় আক্রান্ত না হওয়ার জন্য ঘরে থাকার কোনো বিকল্পই নেই! কী করে নিজেকে ঘরে আবদ্ধ করে রাখবেন?

আপনার এই অসহায়ত্বের কথা চিন্তা করেই eআরকি কোয়ারেন্টাইন গবেষক দল (এবং যারাও আপনার মতোই অসহায়) পরীক্ষা-নিরীক্ষা করে স্বয়ংক্রিয়ভাবে ঘরে থাকার ইচ্ছা হবে এমন কিছু নিনজা টেকনিক আবিষ্কার করেছে। (দুঃখের কথা কি কমু... এইগুলা কইরাই তো বাইচা আছি...)

 

১# এই কয়দিন তো বাসাতেই থাকবেন। জামাকাপড় সব এলোপাথাড়ি কেটে নিন। এমনভাবে কাটবেন, যেন আর ভদ্রসমাজে পরে যাওয়ার মতো অবস্থা না থাকে। তবে দোকান পর্যন্ত কোনোমতে যাওয়া যায়, এমন সিস্টেমে কাটবেন...

২# ছেলেরা, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আপনার একটু ক্লোজ (বেশি না) কোনো ছবি থাকলে রোমান্টিক ক্যাপশন দিয়ে তা ফেসবুকে আপলোড করুন। বাকি কাজ এলাকার আন্টিরা ও বাইকওয়ালা সিনিয়র ভাই-ব্রাদাররা করবে। ভুল বোঝাবুঝির সুযোগ থাকে এমন ক্যাপশন দেবেন ;) (তবে হ্যাঁ, মেয়েটির অনুমতি নিতে ভুলবেন না। তবে অনুমতি পাওয়ার কথা, আপনার সাথে ছবি তোলার শরমে তারও নিশ্চয়ই আর বের হইতে মন চাইবে না, উল্টা তারই বেশি উপকার!)
মেয়েদের জন্য পদ্ধতিটা একটু আলাদা, এলাকার সবচেয়ে অকর্মণ্য, 'ভোদাই' ছেলেটির সঙ্গে ফেসবুকে ছবি দেবেন। এরপর ঘরেত্তে বের হওয়ার মুখই থাকবে না।

৩# আপনার কোনো 'ইয়ে' স্ক্রিনশট ফেসবুকে ফাঁস করে দিন। স্ক্রিনশট না থাকলে ফেক আইডি খুলে স্ক্রিনশট বানিয়ে নিতে পারেন। এরপর বাইরে বের হওয়া তো দূরের কথা, ফেসবুকেও বেরোতে পারবেন না! এক্কেরে আইসোলেশন!

৪# এলাকার কোন পাতি মাস্তান বা প্রভাবশালী মাস্তানকে গালিগালাজ করে ফেসবুকে পোস্ট দিন। এক্ষেত্রে আগে থেকেই গেটে তালা লাগিয়ে রাখুন। আপনি হয়তো বের হবেন না, কিন্তু নেতা চলে আসতে পারে। আর একটু শক্ত তালা দিয়েন। আর সিটকিনিও ঠিকঠাক লাগায়েন...

৫# আপনার একই সাথে করোনাভাইরাস ও হান্টা ভাইরাস হয়েছে এলাকায় এমন গুজব ছড়িয়ে দিতে পারেন। এরপর এলাকাবাসীই আপনার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে দেবে।

৬# আপনার সুন্দর চুল থাকলে ন্যাড়া হয়ে যেতে পারেন। হাতের কাছে আলকাতরা থাকলে মাথায় কিছু আলকাতরা মেখে নিন। আলকাতরা না থাকলে পাতিলের কালি লাগিয়ে নিতে পারেন।

৭# আপনিই সেই বিকাশের নাহিদ! আপনি সেই মাঝরাতে ফোন করা দরবেশ বাবা! ফেসবুকে এমন কোনো ঘোষণা দিয়ে দিন। আর ভাবুন এদের সামনে পেলে আপনি কী করতেন! আর বেরোতে পারবেনই না!

৮# চুড়ান্ত লেভেলের বেসুরা কন্ঠে কোন একটা জনপ্রিয় গান গেয়ে ফেলুন। এরপর সোস্যাল মিডিয়ায় আপলোড করে দিন। মানুষ এমন 'ট্রল' করবে, আপনার বাইরে যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তো!

৯# বাসার দরজা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ফেলুন। তবে এমার্জেন্সি এক্সিট রাখবেন। সেই এক্সিটটা যেন এত দুরূহ হয় (উদাহরণ: জানালার পাশের পাইপ দিয়ে ওঠানামা) নিশ্চয়ই বারবার সেই কঠিন পথ পাড়ি দিয়ে (এবং ফিরে এসে আবার পাড়ি দিতে) বাইরে যেতে মন চাইবে না !

১০# মুখে ব্রণ সারার ক্রিম যেহেতু আছে, হওয়ার ক্রিমও থাকতে পারে। এমন কোনো ক্রিম খুঁজে (অনেকেই তো ক্রিম লোশন অনলাইনে ডেলিভারি দেয়) মাখতে পারেন। এরপর বের হতে ইচ্ছেই করবে না। তবে ব্রণ হয় এমন কোনো ক্রিম না খুঁজে পেলে একেবারে দেশি কম দামি ব্রণ সারার ক্রিম দিলেও চলবে।

৭০৯ পঠিত ... ১৯:৪৬, মার্চ ২৯, ২০২০

Top