ভারতে বিটিভি সম্প্রচার করে বাংলাদেশের কী লাভ? জেনে নিন ১০টি কন্সপিরেসি থিওরি

১৩৫২ পঠিত ... ১৮:৪৪, সেপ্টেম্বর ০৩, ২০১৯

বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাস্ট্র ভারতের সাথে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং আরও নানান দিক জড়িত আছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ এখনো ভারত থেকে আমদানির তুলনায় অনেক কম। বাণিজ্য ঘাটতির এমন অবস্থায় ভারতে রপ্তানি করা হয়েছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বাংলাদেশের 'জনপ্রিয়তম' এই টিভি চ্যানেলটির সম্প্রচার ভারতেও শুরু হয়ে গেছে। 

ভারতে আচমকা বিটিভির সম্প্রচার নিয়ে বাংলাদেশের জনসাধারণের মাঝে সাড়া পড়ে গেছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না এমন সিদ্ধান্তের কারণ! eআরকির আন্তর্জাতিক সম্প্রচার ও রপ্তানি বিষয়ক প্রতিনিধি ভাবতে বসেছিলেন এই কারণগুলোই।

 

১# দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর থেকে ভারতীয়দের বিচ্ছিন্ন করে রাখা। এতে করে প্রতিবেশী দেশটি নানাদিক দিয়ে পিছিয়ে পড়বে এবং আমাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে।

২# আমাদের দেশের প্রচুর বাতাবী লেবুর ফলন দেখিয়ে ভারতে বাতাবি লেবুর কৃত্রিম চাহিদা সৃষ্টি করা এবং এক পর্যায়ে রপ্তানি শুরু করা।

৩# সুখী সুখী খবরে ভারতীয়দের সুখে আচ্ছন্ন রেখে ভারতের সাথে আমাদের সকল চুক্তিতে নিজেদের সুবিধা নিশ্চিত করা।

৪# রাজনৈতিক স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিরোধী মতের প্রতি সম্মানে আমরা ভারতের চেয়ে কতটা এগিয়ে তা ভারতীয়দের সামনে তুলে ধরা।

৫# আমাদের দেশের উন্নয়নের ঝকঝকে মহাসড়ক দেখিয়ে ভারতীয়দের চক্ষু ছানাবড়া করে দেয়া।

৬# বাংলাদেশে নানান পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ব্যক্তিদের ‘কমেডি সেন্স’-এর সাথে ভারতীয়দের পরিচয় করিয়ে দেওয়া। এতে করে অদূর ভবিষ্যতেই ভারতীয় কমেডি শো-গুলো তাদের জনপ্রিয়তা হারাবে এবং সেই সুবিশাল বাজারে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।

৭# আকাশ থেকে ঢাকা শহরকে দেখতে একইসাথে প্যারিস ও লস অ্যাঞ্জেলসের মতো দেখা যায়; এমন খবর ভারতীয়দের কানে পৌঁছে দিয়ে ভারতকে বাংলাদেশের অংশ হওয়ার জন্য প্ররোচনা দেয়া।

৮# স্বাস্থ্যসম্মত স্যানেটারি ল্যাট্রিনে আমাদের স্বয়ংসম্পূর্ণতা দেখিয়ে ভারতকে এই খাতে স্বয়ংসম্পূর্ণ করতে জনশক্তি রপ্তানি করা।

৯# দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন হাসি হাসি মুখ নিয়ে সবকিছুকে স্বাভাবিক বলতে পারার অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন সংবাদ পাঠক বা উপস্থাপকদের ভারতে পরিচয় করিয়ে দেওয়া। এতে করে সে দেশেও বিভিন্ন ক্ষেত্রে তাদের চাহিদা সৃষ্টি হতে পারে।

১০# বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত দর্শনার্থী স্রেফ ঘুরে বেড়াতে যান ভারতে। বিটিভির মাধ্যমে বাংলাদেশের অনন্য রূপ ভারতীয়দের সামনে ক্রমাগত তুলে ধরে সে দেশ থেকেও প্রচুর দর্শনার্থীকে আনা সম্ভব বাংলাদেশে।

১৩৫২ পঠিত ... ১৮:৪৪, সেপ্টেম্বর ০৩, ২০১৯

Top