যে ১০টি কারণে সিদ্ধিরগঞ্জে গানবাজনা নিষিদ্ধ করলেন কাউন্সিলর শাহজালাল

১৪৫৬ পঠিত ... ১৭:১৪, ফেব্রুয়ারি ০৪, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ওয়ার্ডে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন স্থানীয় কাউন্সিলর শাহজালাল বাদল। গানবাজনার উপর কেন তার এত ক্ষোভ? কেনই বা এমন কঠোর সিদ্ধান্ত? গানবাজনা শুনতে শুনতে তাই ভেবে দেখেছে eআরকি আইডিয়াবাজের দল। 

shahjalal bdol ganbajna

১# সিদ্ধিরগঞ্জের কোন কনসার্টে দুর্ঘটনাবশত মাহফুজুর রহমান ও হিরো আলম হয়তো একই সাথে চলে গিয়েছিলেন। আর কাউন্সিলর সাহেবও হয়তো সেদিন ওই কনসার্টেই উপস্থিত ছিলেন...

২# মশার গানে বিরক্ত শাহজালাল দুলাল। গান থামাতে মশাকে চড় দিতে গিয়ে একদিন নিজেকেই দিয়ে দেন… আর এই ঘটনার আফটার ইফেক্টেই এমন সিদ্ধান্ত।

৩# উনি খুবই প্রকৃতিপ্রেমী। পাখির কিচিরমিচির শব্দেই ঘুম ভাঙ্গাতে চান। গান বাজনার জন্য পারছেন না।

৪# সিদ্ধিরগঞ্জের ছেলেপেলেরা হয়তো কাউন্সিলর সাহেবের প্রাক্তনের পছন্দের গানই বেশি বাজান। সেই গান শুনলেই লোকটার বুক ফেটে কান্না চলে আসে। 

৫# উনি সম্ভবত ইংরেজি গান, মানে বন্দুক নিষিদ্ধের কথা বলেছেন। সেক্ষেত্রে এটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

৬# শাহজালালের বাবা হয়তো ছোটবেলায় তাকে বলেছিলেন, আর কোন দিন গান করোনা। এই কথাটি শুনে তিনি ভেবেছেন, গানবাজনা করলেই করোনা হয়... 

৭# কাউন্সিলর হওয়ার আগে উনি হয়তো গায়ক হতে চেয়েছেন কিন্তু পারেননি। সে দুঃখে…

৮# পাকিস্তান ‘শোষণ-আমলে’ আইয়ুব সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করেছিলেন। সে কথা মনে করিয়ে দিতেই শাহজালালের এমন উদ্যোগ। ফেব্রুয়ারি মাসে এ এক ভিন্ন রকম প্রতিবাদ...

৯# শাহজালাল সম্ভবত ইয়ারফোনের ব্যবসা শুরু করেছেন। সেজন্য তিনি প্রকাশ্যে গান বাজনা নিষিদ্ধ করেছেন। যাতে সংগীত প্রেমিরা গান শোনার জন্য তার ইয়ারফোন কেনেন...

১০# গানে কী হয় উনিতো আগে থেকেই জানেন, শুনে কী লাভ!

১৪৫৬ পঠিত ... ১৭:১৪, ফেব্রুয়ারি ০৪, ২০২১

Top