মঞ্চে ওঠার আগে যে প্রস্তুতিগুলো আপনি অবশ্যই নেবেন

৪২৯ পঠিত ... ১৬:৫৯, জানুয়ারি ০৭, ২০২৩

মঞ্চে ওঠার আগে যে প্রস্তুতিগুলো আপনি অবশ্যই নেবেন

বেঞ্চ হোক আর মঞ্চই হোক শক্ত সামর্থ্য ভাবে দাঁড়িয়েও ভেঙে পরছে। কিন্তু কতদিন এই ভেঙে পরা দেখে বড় হবে যুব-সমাজ? তাই আমরা নিয়ে এসেছি ভেঙে না পরার পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা। আসুন দেখে নেই কী কী।

১# মঞ্চে ওঠার আগে আপনার ওতো খাওয়া-দাওয়া করার দরকার নাই। আপনি যদি না খেয়ে যান তাহলে শরীরের ওজন থাকবে খুবই কম আর এই কম ওজনই আপনাকে পরে যাওয়ার হাত থেকে বাঁচাবে।

২# যথা-সম্ভব সহ-সভাপতিদের থেকে দূরে থাকবেন। কেননা মঞ্চ ভাঙলে আপনার একার ভারে ভাঙবে না, আপনার সাথে ওঠা সহ-সভাপতিদের ভারেই ভাঙবে।

৩# এই তীব্র শীতে মানুষ তার নিজের ওজনের ডাবল সোয়েটার পরে ঘোরা-ঘুরি করছে। তাই আপনার সাথে যারা মঞ্চে উঠবে তাদেরকে আগে থেকেই বলে রাখবেন হাল্কা-পাতলা একটা সোয়েটার পরে আসতে।

৪# এসব ডুলি বাশ দিয়ে বানানো মঞ্চে আপনি যাবেন না। আপনার জন্য বানানো মঞ্চ যেন মুলি বাশ দিয়ে বানানো হয় তা অবশ্যই নিশ্চিত করবেন।

৫# মঞ্চে উঠে বক্তব্য দিতে গেলে আপনার পাশে যে সহ-সভাপতিরা থাকবে তাদের আগেই স্পটে পাঠিয়ে দেবেন, জায়গায় দাঁড়িয়ে শক্ত-সামর্থ্য একটা মঞ্চ বানাবে সেটার ভিডিও আপনাকে দিবে তারপর আপনি সেখানে বক্তব্য দিতে যাবেন।

৬# প্রস্তুতিমূলকভাবে আপনি মঞ্চের নিচে কিছু তোশক, জাজিমও দিয়ে রাখতে বলতে পারেন। এতে ভেঙে পরলেও আপনি শুয়ে শুয়েই নির্দ্বিধায় নিজের বক্তব্য চালিয়ে যেতে পারবেন।

৭# কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলতে হয় তেমন ভাঙা দিয়েই ভাঙা তোলতে হয়। আপনি মঞ্চে ওঠার আগে জীবনের সব জায়গায় ভেঙে পরুন। এতে মঞ্চ ভেঙে পরলেও আপনার কোনো ফিলিংসই কাজ করবে না।

৮# মঞ্চের নিচের মাটির দিকে আপনি বিশেষ এক নজর দিতে পারেন। অনেক সময় মাটিতে বাশ দেবেই মঞ্চ পরে যায় তাই যেটা করা যায় আপনার মঞ্চের নিচে মাটির বদলে ভালো টাইলসের ফ্লোরিং রাখা যায়।

৯# মঞ্চে উঠে জোরে হাঁচি বা কাশি দিবেন না। কাউকে দিতেও দিবেন না। সবচেয়ে ভালো হয় সকল হাঁচি, কাশি মঞ্চে উথার আগেই দিয়ে দিতে পারলে।

১০# হেলমেট পরে মঞ্চে উঠুন। আল্লাহ না করুক, যদি ভেঙ্গে পড়ে তাহলে কিছুটা হলেও রক্ষা পাবেন।

৪২৯ পঠিত ... ১৬:৫৯, জানুয়ারি ০৭, ২০২৩

Top