ঘর মেরামতে বাড়ির ছোট সন্তানের ১০ দফার রূপরেখা

৫২০ পঠিত ... ১১:১৬, ডিসেম্বর ২১, ২০২২

ঘর-মেরামতে-বাড়ির-ছোট-সন্তানের-১০-দফার-রূপরেখা

ঘরে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘ঘর মেরামতের রূপরেখা’ তুলে ধরল বাড়ির ছোট সন্তানরা। সোমবার রাজধানীর একটি হোটেলে এ রূপরেখা তুলে ধরা হয়। এর আগে বাসাসহ আট খালার বাড়িতেই গণসমাবেশ করে ছোট সন্তানেরা। সর্বশেষ ১০ ডিসেম্বর রাজধানীতে বড় খালার বাসায় মহা-সমাবেশের আন্দোলন হয় এবং সেখানেই এ রূপরেখা দেওয়ার কথা জানানো হয়। আজ রাজধানীর এক অভিজাত হোটেলে ছোট সন্তানদের স্থায়ী কমিটির সদস্য অমুক হাসান তমুক এ রূপরেখা তুলে ধরেন। আসুন দেখে নেই কী কী!

১# বাড়িতে যখনই মুরগির মাংস রান্না করা হইবে, ছোট সন্তানদের দিকে বিশেষ গুরুত্ব দেখাইয়া সেই মুরগির রানের পিসের প্রতি বাকি সদস্যদিগের লোভ লালসা ত্যাগ করিতে হইবে।

২# যখন-তখন যেখানে-সেখানে বড়টাকে দেখে শেখার জ্ঞান দেয়া যাবে না। ছোট হলেও আমাদের শেখার নিজস্ব স্টাইল আছে। সেক্ষেত্রে ছোটটাকে দেখে শিখতে পারিতেছো না-বলা যাইতে পারে।

৩# কলিংবেল বাজিলে দরজা খুলিবার ব্যাপারে সুষম বণ্টন নীতিমালা মানিতে হইবে। দিনের মধ্যে ১০বার কলিংবেল বাজিলে ৩বার ছোট সন্তান খুলিবে, বাকি ৭বার বাকি সদস্যদিগের মধ্যে ভাগ করিয়া নিতে হইবে।

৪# আমরা বাড়ির ছোট সন্তান হইলেও নতুন জামা-কাপড়, বই-খাতা কেনার শখ আহ্লাদ আমাদিগেরও থাকিতে পারে। তাই আমাদের উপর জোরপূর্বক সর্বদা বড়জনার পুরোনো জামা-কাপড়, বই-খাতা দিয়ে দেয়া যাইবে না।

৫# বড়জন প্রেম করিয়া ধরা খাইলে সেই শাস্তি শুধুমাত্র উনারই প্রাপ্য। অন্যের দ্বারা ঘটিত ভুলের কারণে ছোট সন্তানের জীবন অতিষ্ট করিয়া তোলা যাইবে না। ইহা অন্যায়, ঘোর অন্যায়।

৬# মায়ের সাথে রাগ, বউয়ের সাথে রাগ, বয়ফ্রেন্ডের সাথে রাগ, গার্লফ্রেন্ডের সাথে রাগ- এমন কোন ধরনের রাগই অযথা ছোট সন্তানের উপর ঝাড়া যাইবে না। আমরা ছোট মানুষ হইলেও কোনো রাগ ঝাড়িবার পাত্র নই।

৭# কোনো খুচরা জিনিসপাতি কেনা-কাটা করানোর থাকিলে দিনে একবারই দোকানের সম্মুখে পাঠাইতে পারিবেন। দিনে ১০বার ১০টা আলাদা জিনিস নিয়া আসিতে পারিব না। দোকানে যাওয়া ছাড়াও আমাদিগের সারাদিনে করিবার মতো অনেক কাজ থাকিতে পারে।

৮# পানি লইয়া আয়, ফ্যান ছাড়িয়া দে, লাইটটা বন্ধ করিয়া আসো এমন নানান ফুট-ফরমায়েশ খাটার জন্য বেতন, ভাতা সহ কাউকে নিয়োগ করিয়া লইবেন। ছোট সন্তানেরা আপনাদিগোর ফুট ফরমায়েশ খাটার জন্যে ঘরে থাকিতেছে না।

৯# ঘরের টিভি চ্যানেলে যে সঙবাদ আর সিরিয়াল ছাড়াও আরও হাজারখানেক চ্যানেল দেখিতে পারিবেন এই কথা ভুলিয়া গেলে চলিবে না। আমাদিগোর চাহিদার দিকে বিশেষ নজর রাখিতে হইবে।

১০# পরিবার ঘটিত যেকোনো অনুষ্ঠানে আপনারা চাইলেই ছোট সন্তানদের অতি নজরে রাখিতে পারেন না। নিজেদের মন-মতো ঘুরাঘুরি করিবার মতো স্বাধীনতা আমাদেরও দিতে হইবে। 

৫২০ পঠিত ... ১১:১৬, ডিসেম্বর ২১, ২০২২

Top