আম্পায়ারকে সম্ভাব্য যে ১০টি কথা বলেছিলেন বিরাট কোহলি

৬৭৪ পঠিত ... ১৯:০০, জুলাই ০৩, ২০১৯

গত ৬ জুন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। প্রচণ্ড আশা জাগিয়েও ভারতের দেওয়া ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ক্যাচ মিস, করুণ ফিল্ডিং, গ্যালারিতে বয়োবৃদ্ধ এক নারী এবং সাকিব-মুস্তাফিজ-সাইফুদ্দিনের পারফরম্যান্সের পাশাপাশি গতকালের ম্যাচের আরেকটি ঘটনা অনেকের দৃষ্টি করে নেয়।

দ্বিতীয় ইনিংসে তখন ১২তম ওভারে বল করছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেট ৫১ রান। ওভারের দ্বিতীয় বলটি শামি করলেন সৌম্যকে। অফস্টাম্পের বাইরে পড়া বলটি বেশ কিছুটা ভিতরের দিকে ঢুকে গিয়ে সৌম্যর প্যাডে আঘাত করে। ভারতীয় দল জানায় জোড়ালো আবেদন। আম্পায়ার ম্যারাইস ইরাসমাস আবেদনে সাড়া দিলেন না। তখন ভারতীয় ক্যাপ্টেন কোহলি রিভিউ নেন। 

রিভিউতে আল্ট্রা এজে দেখা যায় বলটি প্যাডে লাগার আগেই, ব্যাটে লেগেছে। ফলে টিভি আম্পায়ার আলিম দার আর পরবর্তী কিছু না দেখেই এটিকে নট আউট ঘোষণা করেন। আবার অন্যদিকে ফিল্ড আম্পায়ারের সফট কলের ‘কল্যাণে’ ইনিংসের একমাত্র রিভিউটিও হারায় ভারত। এই বিষয়টি বুঝতে পেরে এরপর বিরাট কোহলি ফিল্ড আম্পায়ারের সাথেই শুরু করেন একটা ছোটখাটো বচসা। 

কিন্তু কোহলি আম্পায়ারের সাথে আসলে কী কথা বলছিলেন? সেটিই ভাবার চেষ্টা করেছে eআরকি!

 

১# ভাই আমি বলতেছি তো আউট, আমি তো নিজে দেখসি নাকি? এতদিন ধরে খেলতেছি আমার তো এক্সপেরিয়েন্স কম না...

২# কয়দিন ধরে আম্পায়ারিং করেন আপনি? দেখে তো এক্সপেরিয়েন্সড মনে হয়। তাও বুঝেন না এইটা আউট?

৩# এইখানে আমাদের প্লেয়াররা এত কষ্ট করে খেলতেছে আর আপনি একটা আউট দিবেন না?

৪# আমি বললাম আউট, আপনি আউট দিলেন না কেন? আপনি বুঝতেছেন না কী বলতেছি আমি? আমি বলছি আউট, এইটা আউট!

৫# শোনেন আপনার মতো আম্পায়ার বহুত দেখছি। আসছে, গেছে, রিভিউ নেয়ারও সুযোগ পায় নাই।

৬# আপনি জাস্ট আউটটা দেন, আমি দেখব ব্যাপারটা।

৭# দেইখা নেবো কালকেত্তে কীভাবে আম্পায়ারিং করেন...

৮# এতো দিন আমরা বাংলাদেশরে নিয়া কনসপিরেসি করছি... এখন বাংলাদেশ আমাদের নিয়ে কনসপিরেসি করতেছে আর আপনারাও তাল দিতেছেন?

৯# এই ম্যাচ ম্যাচ না, আরো ম্যাচ আছে!

১০# আলিম দারের সাথে আবার কথা বলেন। এবার আমার পরিচয় দিয়েন।

১১# (একটা ফাউ!) আপনি আবার কোন ক্ষেতের মূলা? আপনাকে তো চিনলাম না। এই লাইনে নতুন নাকি?

৬৭৪ পঠিত ... ১৯:০০, জুলাই ০৩, ২০১৯

Top