১৯৯২ বিশ্বকাপের পাকিস্তানের সাথে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের আরও ১০টি বিস্ময়কর মিল

৮০৩ পঠিত ... ১৭:৫৭, জুন ৩০, ২০১৯

মোটামুটি হতাশাজনক পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ শুরু করলেও গ্রুপ পর্বের শেষের দিকের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অনেকে তাদের এবারের ম্যাচের জয় পরাজয়ের ধারাবাহিকতার সাথে ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের মিল দেখিয়ে প্রমাণ করতে চেষ্টা করছেন, এবারও সেই ৯২ সালের মতো ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে পাকিস্তান। 

১৯৯২ সালের পাকিস্তানের সাথে এইবারের পাকিস্তানের মিল খুঁজছে সবাই। তার সাথে যোগ দিয়েছে eআরকির বিশেষজ্ঞরাও। দীর্ঘ ও জটিল গবেষণায় পাওয়া সেই পাকিস্তান আর এই পাকিস্তান ক্রিকেট দলের মাঝে খুঁজে পাওয়া দশটি মিল দেয়া হলো eআরকি পাঠকদের জন্য। মিল খুঁজে বের করেছেন সোহাইল রহমানসুচয়ন চাকমা কিংশুক

 

১# ৯২ বিশ্বকাপে পাকিস্তান দলে প্রতি ম্যাচে ১১ জন খেলতো, এই ২০১৯ বিশ্বকাপেও ১১ জন প্লেয়ারই খেলে।

২# পাকিস্তানের তৎকালীন অধিনায়ক ইমরান খান প্রকৃতির ডাক আসলে বাথরুমে যেতেন। অবাক করার মতো বিষয়, এখনকার অধিনায়ক সরফরাজও একই কারণে বাথরুমে যান।

৩# ১৯৯২ সালে পাকিস্তান বাজে ফিল্ডিং করতো, এখন এই ১৯ সালে এসে আরো বাজে ফিল্ডিং করে।

৪# ৯২ বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামার সময় গার্ড ব্যবহার করতো, এবারের বিশ্বকাপেও তারা গার্ড ব্যবহার করছে।

৫# ১৯৯২ সালে পাকিস্তানে বোমা হামলা, জঙ্গি হামলা হতেই থাকতো, ২০১৯ সালেও প্রতিনিয়ত হামলা হচ্ছে সারা পাকিস্তান জুড়ে।

৬# ৯২ বিশ্বকাপে পাকিস্তান টিম সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার করতো। এইবার ১৯ বিশ্বকাপেও একইভাবে তাদের পুরো টিম সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার করছে।

৭# ৯২ সালে পাকিস্তানের অর্থনীতি, আইন, জীবনযাত্রার মান বাজে অবস্থায় ছিলো, ২০১৯ সালেও দেশটার একই অবস্থা।

৮# ৯২ সালে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ খেলেছিলো, ২০১৯ সালেও তারা ক্রিকেট বিশ্বকাপই খেলছে। হোয়াট এ কোইন্সিডেন্স!

৯# ৯২ তে অধিনায়ক ইমরান খান উইকেট কিপিং পারতো না, এবার ১৯ এর অধিনায়ক সরফরাজ আহমেদও উইকেট কিপিং পারেনা।

১০# ৯২ তে ইমরান খান ঘুম পেলে হাই তুলতেন, ১৯ সালে সরফরাজ আহমেদও ঘুম পেলে হাই তুলেন। 

৮০৩ পঠিত ... ১৭:৫৭, জুন ৩০, ২০১৯

Top