অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দুই ব্যাটসম্যানের হাস্যকর রানআউট নিয়ে ১৪টি মজার মিম

২৪৫৯ পঠিত ... ২০:৩১, ফেব্রুয়ারি ১০, ২০২০

গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করছিলো ভারত। খেলার তখন চলছিলো ৪৩তম ওভার, ভারতের স্কোর ৫ ইউকেটে ১৬৮ রান। ব্যাট করছিলো ভারতীয় দলের ধ্রুব জুরেল ও অথর্ব অংকোলেকার। বাংলাদেশি স্পিনার রকিবুল হাসানের করা ৪৩তম ওভারের প্রথম বলটিকে ধ্রুব জুরেল আলতো করে অফ সাইডে ঠেলে দিয়ে একটি সিঙ্গেল রান নিতে গেলে দিশেহারা হয়ে যায় ভারতীয় দলের দুই ব্যাটসম্যান। দুজনই বীর-বিক্রমে ছুটে যেতে শুরু করে ক্রিজের একই প্রান্তে। হয়ে যায় রান আউট।

এই সেই মহান মুহূর্ত... (নাকি টেমপ্লেট?)

খুব স্বাভাবিকভাবেই দুই ব্যাটসম্যানের একই প্রান্তে ছুটে যাওয়া এই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মিম বানাতে বানাতে দিশেহারা হয়ে অনেকেই সৃজনশীল সেসব মিম সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, অনেকে পোস্ট করেন eআরকি করেন, Rantages Goatpostingসহ বিভিন্ন গ্রুপে। আর মুহূর্তের মধ্যেই সেগুলো লুফে নেয় সোশ্যাল মিডিয়ার মিমার্ত জনতা। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা শত শত মিম থেকে সৃজনশীল কয়েকটি মিম eআরকির মিমার্ত ভক্তদের জন্য দেয়া হলো!

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

 

১৪#

২৪৫৯ পঠিত ... ২০:৩১, ফেব্রুয়ারি ১০, ২০২০

Top