অ্যাপলের iLish ও ইলিশ নিয়ে দুর্দান্ত কিছু ট্রল সংকলন

৬৭৪৯ পঠিত ... ১৯:০৪, এপ্রিল ১৩, ২০১৬


প্রতিবার পয়লা বৈশাখে ইলিশ মাছ থাকে হট আইটেম। প্রচন্ড গরমের এই সময়ে হট এই আইটেম নিয়ে দিনের পর দিন তাই তৈরি করা হয়েছে নানা ধরণের মুখরোচক কার্টুন, বিজ্ঞাপন ও ট্রল। সেসব থেকেই বাছাই কয়েকটি দেখে নেওয়া যাক।  


ইলিশেরও আছে বাঁচার অধিকার। ইলিশের পক্ষ থেকে এই বিজ্ঞাপনটি ভেবেছেন আদনান মুকিত।


দুই ইলিশের কথোপকথন :

: কিরে, তোকে এত খুশি খুশি লাগছে কেন?
: আর বলিস না, রুই মাছের পোশাক পরে ছদ্মবেশ নিয়েছিলাম, বেকুব জেলেগুলো আমাকে ধরেও রুই মাছ ভেবে ছেড়ে দিয়েছে।


কার্টুন: জুনায়েদ

দুই ইলিশের কথোপকথন :

: ওস্তাদ! আমাদের বড় একটা দল জেলেদের হাতে ধরা পড়েছে।
: সামনে বৈশাখ মাস। এই সময়টা ভালো না, ব্যাপক ধরপাকড় চলে। বলেছিলাম কটা দিন গা-ঢাকা দিয়ে থাক। এখন ঠেলা বোঝ। মুরব্বিদের কথা না শুনলে এমনই হয়।

কার্টুন: জুনায়েদ

 

এইটি ইলিশের পোস্টমর্টেম নামে এই ইলিশ ব্যবচ্ছেদ করেছে কামরুল হাসান ও মাহিউদ্দিন কাউসার। 

 

২০১৫ সালের রস+আলোর এই বিখ্যাত ডায়লগ এখনো অনেকের মুখে মুখে ফেরে। যাদের ইলিশ কেনার সামর্থ নাই তাদের জন্য দারুণ সমাধান।


বৃহত্তর হাতিরপুল চিলার্স এসোসিয়েশন প্রকাশ করেছে এই অ্যাপল iLish. অভিনন্দন এমন চমৎকার একটি আইডিয়ার জন্য।


ইলিশ (ক্রেডিট) কার্ড চালু করেছে ফেসবুক পেজ ‌'কালা কাউয়া'। 


ইলিশ কবে থেকে মাছের রাজা হলো? আগে থেকেই ছিল নাকি ফিলিপস বাতির এই বিজ্ঞাপনের পরে ইলিশকে মাছের রাজা হিসেবে ডাকা শুরু হলো সেটা নিয়ে ইতিহাসবিদদের মাঝে ব্যাপক সংশয় আছে। তবে যাই হোক না কেন, ফিলিপস বাল্বের এই বিজ্ঞাপনটা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। 

৬৭৪৯ পঠিত ... ১৯:০৪, এপ্রিল ১৩, ২০১৬

Top