ঘরে বসে যেভাবে বৈশাখ পালন করবেন: কোয়ারেন্টাইন বৈশাখ ম্যানুয়াল

৫৮৫ পঠিত ... ০০:৫৩, এপ্রিল ১৪, ২০২০

করোনার এই কারাবন্দী সময়ে বৈশাখ আসলেও আগের মতো ঘুরে, ফিরে, মেলায় গিয়ে, ডেটিং করে, মঙ্গল শোভাযাত্রায় গিয়ে বৈশাখ পালন করতে পারছি না আমরা কেউ। তাই বলে কী বৈশাখ থেমে থাকবে! বৈশাখ কিন্তু ঠিকই নিজ গতিতে এসে আবার চলে যাবে। এই সীমিত সময়ে বৈশাখকে উপভোগ করতে eআরকি নিয়ে এসেছে কোয়ারেন্টিন বৈশাখ ম্যানুয়াল: কীভাবে ঘরে বসেই পালন করবেন বৈশাখ।

১# বৈশাখের মূল আকর্ষণ বৈশাখী মেলা। বাসায় থাকা জিনিসপত্র দিয়ে বাসাতেই একটা মেলার আয়োজন করুন। অনেকটা নিজেরাই ক্রেতা, নিজেরাই বিক্রেতা স্টাইলে।

২# এবার যেহেতু মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না, সেহেতু মুখোশও লাগাতে পারছেন না। তবে চিন্তার কিছু নেই, সার্জিক্যাল মাস্কে আলপনা করে বারান্দা থেকে ঘুরে আসুন। এক ঘর থেকে আরেক ঘরে যাত্রা করে ঘরের শোভাবর্ধন করুন, সেইটাই এখন মঙ্গল শোভাযাত্রা। 

৩# পান্তা পেলেও ইলিশ তো আর পাবেন না অনেকেই। এক্ষেত্রে ঘরে যাই আছে তাই রান্না করুন। তবে রাঁধুনি যেন বাসার সবচেয়ে আনাড়ি লোকটি হয়! কে জানে, হয়তো ভুলেচুলে যেকোন কিছুতে সে ইলিশের স্বাদে নিয়ে আসবে। ইলিশের স্বাদ না আসলেও সমস্যা নেই। 'আসলে এত খারাপ রান্না হইছে যে ইলিশের মতো লাগছে না' এই ভেবে খেয়ে ফেলুন।

 

৪# বৈশাখ উদযাপন হলেও বাইরে কতক্ষণই বা থাকতেন! বেশিরভাগ সময়তো ফেসবুকেই কাটাতেন। এবারও পুরো সময়টাই ফেসবুকে কাটান! সবাই নিশ্চয়ই আগের বছরগুলোর বৈশাখের না আপলোড দেয়া ছবিগুলো পোস্ট দেবে। সেগুলোতে লাভ দিয়ে ব্যস্ত সময় কাটান। আর নিজের পুরোনো অনেক ছবি থাকলে তো আপলোড দেয়া আপনি অলরেডি শুরু করে দিয়েছেন...

৫# বৈশাখ যেহেতু হচ্ছেই না, সেহেতু পহেলা বৈশাখ উদযাপনের কুফল উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছু ফলোয়ার বাড়িয়ে নিন। এইটাই আপনার এবারের বৈশাখের উৎসব ভাতা।

৬# এতদিন বৈশাখে বসে দলেবলে অর্থহীনভাবে 'এসো হে বৈশাখ' গাইছেন, গান না গাইলেও বৈশাখ ঠিকই আসতো। এই গান গাওয়ার পারফেক্ট সময় কিন্তু এখন। না আসা বৈশাখকে গানে গানে ডাকুন। সবাই মিলে ভিডিও কনফারেন্স কলে ডাকতে পারেন, দেখবেন হুট করে চলে এসেছে...

 

৭# বাংলাদেশের সব ধরনের শাক (মানে বুঝেন তো, সব ধরনের!) খেতে খেতে বাংলা বই পড়ে পালন করতে পারেন এস্থেটিক বইশাক, মানে বৈশাখ!

৮# বাসায় বনসাই থাকলে তা দিয়ে বাসাতেই বটমূল বানান। এরপর বাসার সবাই সেখানে বসে ছবি তুলুন, আপলোড দেন।

৯# ইন্সট্রাগ্রামে পান্তার ছবি দিন। সাথে কতদিনের পুরোনো পান্তা তাও জানান। যার পান্তা যত পুরোনো তার বৈশাখ তত খাঁটি।

১০# পুরো দিনটাকে দুভাগে ভাগ করুন। অর্ধেক দিন আগের বছরের বৈশাখের রোমন্থন করুন। বাকি অর্ধেক সামনের বছরের বৈশাখ নিয়া প্ল্যান করুন। দেখবেন দিন চলে গেছে।

৫৮৫ পঠিত ... ০০:৫৩, এপ্রিল ১৪, ২০২০

Top