পহেলা বৈশাখে টিভি সাংবাদিকদের সামনে পড়ার আগেই এই ১০টি প্রশ্নের উত্তর জেনে নিন

৩৮০১ পঠিত ... ১৯:৪২, এপ্রিল ১৩, ২০১৯

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান পালনের জন্য আপনারা যারা যাবেন কিংবা চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, অথবা পথে-ঘাটে যারা সাজগোজ করে বের হবেন, আপনারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে ব্যতিক্রমী সাজে থাকবেন যারা।

আপনাদের সামনে যেকোনো মূহুর্তে যেকোনো টিভি চ্যানেলের বোমবাস্টিক রিপোর্টাররা মাইক্রোফোন বাড়িয়ে দিয়ে আচমকা কিছু প্রশ্ন ছুঁড়ে দিতে পারে। আর অনভ্যাসে হোক বা অজ্ঞানতায়, কিংবা আচমকা টিভি ক্যামেরার উপস্থিতিতেই হোক, আপনি ভুলে যেতে পারেন সহজ এসব প্রশ্নের উত্তর। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিব্রত অবস্থায় পড়তে পারেন। ঢাকায় অথবা দেশের যেকোনো প্রান্তে জাতীয়, আঞ্চলিক কিংবা সোশ্যাল মিডিয়ায় বিব্রত হবার হাত থেকে সবাইকে বাঁচাতে আবদুল মতিন সোহাগ একটি সহজ সাজেশন করেছেন। শুধু সাজেশনই না, একেবারে মেড ইজি সল্যুশনসহ। eআরকির পাঠকদের জন্য  নববর্ষে ‘বেইজ্জতি’ হওয়া থেকে বাঁচতে থাকছে ১০টি প্রশ্নের বুলেট সাজেশন।

 

১# আজ বাংলা কতো সাল?
উত্তর: ১৪২৬!

২# বাংলা নববর্ষ কে প্রবর্তণ করেন?
উত্তর: মুঘল সম্রাট আকবর।

৩# কেন বাংলা নববর্ষ প্রবর্তণ করা হয়?
উত্তর: খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের জন্য।

৪# বাংলা মাস কয়টি এবং কী কী?
উত্তর: ১২টি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র।

৫# বাংলা ঋতু কয়টি এবং কী কী?
উত্তর: ৬টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত।

৬# এখন কোন ঋতু/কাল?
উত্তর: গ্রীষ্মকাল।

৭# বৈশাখ মাস কতো দিন?
উত্তর: ৩১ দিন।

৮# বাংলা বর্ষে ৩১দিনে কয়টি মাস?
উত্তর: প্রথম পাঁচটি মাস ৩১দিনে। অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র মাস ৩১ দিনে। বাকি মাসগুলো ৩০ দিনে।

৯# 'এসো হে বৈশাখ এসো এসো' গানটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

১০# আমাদের জাতীয় মাছের নাম কী?
উত্তর: ইলিশ।

এছাড়া কোন মাসে কোন ঋতু, এ সংক্রান্ত প্রশ্নও আসতে পারে। সেক্ষেত্রে বৈশাখ-জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল, আষাঢ়-শ্রাবণ নিয়ে বর্ষা, এরকম ক্রমানুযায়ী বলে যাবেন; প্যাঁচ লাগবে না।

৩৮০১ পঠিত ... ১৯:৪২, এপ্রিল ১৩, ২০১৯

Top