সকালে উঠিয়া আমি মনে মনে বলি, করোনাতে ঘরে বসে ভালো হয়ে চলি

১৯১৭ পঠিত ... ১১:১৪, মার্চ ২৯, ২০২০

‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।‘

আদেশ করেন যাহা বাসাভরা লোকে
আমি যেন সেই কাজ করে বলি, ওকে।
করোনাতে ঘরে বসা, বুয়াদের ছুটি
ঘর ঝাড়ু দিয়ে যেন তরকারি কুটি।
রুটি বেলে দিয়ে যেন ডিমগুলো ভাজি
প্যান্ট-শাড়ি কেচে যেন হাঁড়িকুঁড়ি মাজি।
খাওয়া শেষে বাটি যেন ফ্রিজটাতে ভরি
বাচ্চার ডায়াপার চেঞ্জ যেন করি।
কোনো কাজে যেন নাহি দেই মোটে ফাঁকি
খাওয়া নিয়ে লোভ যেন সামলিয়ে থাকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে।

মদনমোহন লোক ভালো খুব বেশি
এই কথা বলে যেন পাড়া-প্রতিবেশী।

১৯১৭ পঠিত ... ১১:১৪, মার্চ ২৯, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top