পারিব না এ কথাটি বলিও না আর, ঘরে থাকা চেষ্টাটা করো তো আবার

৭৩২ পঠিত ... ২১:৩১, মার্চ ২৫, ২০২০


‘পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব এক বার’
করোনাতে ঘরে থাকে
তুমি ফলো করে তাকে
ঘরে থাকা চেষ্টাটা করো তো আবার
‘এক বারে না পারিলে দেখ শত বার’।

ঘরে থাকা যন্ত্রণা? ভেবে মুখ ভার!
‘ও কথাটি মুখে যেন না শুনি তোমার’,
বিরক্ত হলে খুবই
পড় বই, দেখ মুভি
ভালোবেসে কাছে টানো দারা-পরিবার
‘ঘরে থাকি’, ‘ঘরে থাকি’ বল বার বার।

তুমি মরে গেলে ভাবো ক্ষতি হবে কার!
বাইরের ঘোরাঘুরি ছাড়ো হে এবার।
ঘরে থাকা খুবই সোজা
লাগে উপকার বোঝা
নিজ লাভ নিজে বোঝো, খেয়ো না আছাড়
কালী প্রসন্ন ঘোষে বলিছে আবার।

৭৩২ পঠিত ... ২১:৩১, মার্চ ২৫, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top