স্যালুট স্যালুট বাঘের বাচ্চা

৪২৪ পঠিত ... ০০:৫৮, ফেব্রুয়ারি ১০, ২০২০

ও পৃথিবী তুমি বিস্মিত চোখে তাকিয়ে দেখছ কাকে?
বুক জুড়ে যার লাল ও সবুজে আলপনা আঁকা থাকে!
বিজয়ে যেখানে সব মানুষের রক্তকণিকা জাগে।
লড়াকু বাংলাদেশকে দেখছ! কখনও দেখনি আগে!

গর্বে পুরোটা বাংলাদেশের বুকটা উঠেছে ফুলে
এগারো বাঘের বাচ্চা দেশকে পাহাড়ে দিয়েছ তুলে!
স্যালুট স্যালুট বাঘের বাচ্চা উঁচিয়ে ধরেছ মুঠি
বাংলাদেশের বুকের ভেতরে আবেগের ছোটাছুটি।

শ্লোগানে শ্লোগানে জেগে উঠি আর খুশিতে দুচোখ মুছি
ও পৃথিবী শোনো, আমরা বাঘেরা কাউকে কখনও পুছি!

৪২৪ পঠিত ... ০০:৫৮, ফেব্রুয়ারি ১০, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top