সুকুমার রায়ের কবিতার প্যারোডিতে ম্যাককালাম ও সাকিবের কথোপকথন 'ক্রিকেটের হিসাব'

৪৭৮ পঠিত ... ১৪:২০, জুন ১৮, ২০১৯

সুকুমার রায়ের বিখ্যাত কবিতা 'জীবনের হিসাব'। সেই কবিতারই ক্রিকেট সংস্করন লিখেছেন হামিদুর রহমান স্বরূপ

রেকর্ড বোঝাই  কালাম মশাই প্রেডিকশনের চোটে

সাকিবকে কন, "বলতে পারিস বোলার কখন ছোটে?

বলের গতি কেন বাড়ে? স্লোয়ার কেন আসে?"

ভদ্র সাকিব অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।

কালাম বলেন, "সারা জীবন খেললি কবে খাঁটি,

জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।"

 

খানিক বাদে কহেন কালাম, "বলত দেখি ভেবে,

জিতলে টসে কখন ব্যাটিং, কখন বোলিং নিবে?

বলত কেন খেলা কঠিন জমলে মাঠে পানি"

সাকিব কয়, "আরে মশাই, অত কি আর জানি ?"

বাবু বলেন, "এত খেলেও জানিসনেও তাকি ?

খেলাটা তোর কিইবা ভালো, অষ্ট আনাই ফাঁকি ।"

 

আবার ভেবে কহেন বাবু, "বলত ওরে ছোড়া,

কেন এখন ক্রিকেট খেলা ছক্কা-চারে ভরা?

বলত দেখি বোথাম, ক্যালিস লেজেন্ড হলেন কেন?"

সাকিব বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন?"

কালাম বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,-

দেখছি এখন খেলাটা তোর বারো আনাই বৃথা।"

 

বিশ্বকাপে ঝড় উঠেছে, টাইগারদের দলে,

কালাম ভাবেন, প্রেডিকশনও গেলো এবার জলে।

সাকিবকে কন, "একি আপদ! ওরেও ভাই প্লেয়ার,

আজ বৃষ্টি হবে নাকি? হবে পয়েন্ট শেয়ার?

 

সাকিব শুধায়, "খেলা দেখো?" মাথা নাড়েন বাবু,

সাকিব বলে, "কালাম মশাই, এখন কেমন কাবু?

সিরিজ শেষে আমার খেলা হিসেব করো পিছে,

তোমার প্রেডিকশনখানা ষোল আনাই মিছে ।"

 

(সুকুমার রায়ের 'জীবনের হিসাব' কবিতা অবলম্বনে)

৪৭৮ পঠিত ... ১৪:২০, জুন ১৮, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top