ডাক্তারদের বুকে কালো ব্যাজ, হাতে শোভা পায় কংকন

৫৪১ পঠিত ... ২১:২৯, ডিসেম্বর ০৫, ২০১৭

ডাক্তারদের বোঝা খুব সোজা, একইরূপ কাজকর্ম
বুদ্ধিশুদ্ধি গাধা গাধা টাইপ, গণ্ডার টাইপ চর্ম।
নিউরন জুড়ে টাকার চিন্তা, বোঝে না তো হায়ারার্কি
বুঝতে পারে না চাকরিজীবনে ভাই কী অথবা স্যার কী।

ডিসি ও এডিসি যত আধুনিক, ডাক্তার তত গ্রাম্য
ডাক্তারদের জেলে পুরে দেয় ভ্রাম্যমাণের ভ্রাম্য।
ডিসি তাকে করে বাসায় তলব, এডিসি বানায় ভর্তা
বোকা ডাক্তার তবু ভাবে নিজে প্রথম শ্রেণীর কর্তা!

চক্ষু রাঙিয়ে মন্ত্রীরা দেয় চাকরি খাওয়ার হুমকি
ডাক্তার থাকে দৌড়ের উপর, নাওয়া খাওয়া আর ঘুম কী!
থানার দারোগা ধমকিয়ে যায়, গালি দিয়ে যায় ছাত্র
রোগীর আত্মীয় গায়ে হাত তোলে সুযোগ পাইবা মাত্র।
মার খেয়ে কাঁদে আহারে বেচারা, নিরালায় তোলে হেঁচকি।
ডাক্তার বোঝে বোয়াল ক্যাডারে স্বাস্থ্য যে গুড়া কেঁচকি?

ডাক্তারদের পিটালে কিছু না, ইতিহাস দেয় সাক্ষ্য
কেউই লেখে না ডাক্তারদের পক্ষে একটি বাক্য।
এমপি হওয়ার তালে থাকে নেতা, প্রফেসর দিনে, রাত্রে
দোকানদারীতে খুব মনোযোগী, ড্রেন পাড়ি দেয় সাঁতরে।
মাঝামাঝি যারা, বসে বসে ভাবে, দিশেহারা ভাব চক্ষে
'কেন যে হলাম ডাক্তার?' বলে গালি দেয় ইহলোককে।
ছানাপোনাগুলো ফেসবুকে বসে বিপ্লব করে চর্চা
দিনশেষে ভাবে অকারণে হলো কত গিগা ডাটা খরচা!

একটি বাক্যে ডাক্তারদের চরিত্র করি অংকন
'ডাক্তারদের বুকে কালো ব্যাজ, হাতে শোভা পায় কংকন।'

৫৪১ পঠিত ... ২১:২৯, ডিসেম্বর ০৫, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top