এসো এসো ভীতু বাঙাল, মাস্কে বাঁচাও প্রাণ

৪১৫ পঠিত ... ১৮:২৭, মার্চ ০৯, ২০২০

 

শুরু থেকেই দম্ভ নিয়ে শীর্ষে আছে চীন
কোরিয়াতে সংখ্যা দেখি বাড়ছে প্রতিদিন।
ইটালি আর ইরান দুদেশ সংখ্যা করে যোগ
এলিট ক্লাবে নাম লিখিয়ে করছে উপভোগ!
জাপান এবং জার্মানি দেয় পরস্পরে রেস
এক এক করে লিস্টে ঢোকায় নিত্য নতুন কেস।
সংখ্যা বাড়ায় ফ্রান্সও খুশি, আনন্দিত স্পেন
ইউএসএতেও পাওয়া গেছে, মিস করে নাই ট্রেন।
হংকংকেও যাচ্ছে দেখা, সিঙ্গাপুরেও বেশ!
মুখ দেখানোর অবস্থাতে নেই কে? বাংলাদেশ!
হায় করোনা, আয় করোনা, বাংলাদেশে আয়
তুই না এলে কারো কাছে মুখ দেখানোই দায়।
কী বললি! এসে গেছিস! কখন এলি? ভাই!
খুশি আমার পেটের ভেতর কেবল মারে ঘাই!
তুই আসাতে মিটবে আমার সাত জনমের শখ
হে হে আমি লাখে লাখে মাস্ক করেছি স্টক।
দুহাত ধোয়ার সাবান কিনে ভর্তি কয়েক ফ্লোর
করোনা তুই আনলি আমার লাইফে নতুন ভোর।
নাকে হাঁচি? গলায় কাশি? কফে ভরাট বুক!
শুনে কী যে ভালো লাগে! চিত্তে জাগে সুখ।
এসো এসো ভীতু বাঙাল, মাস্কে বাঁচাও প্রাণ
বেশি দামে সাবান কিনে আনন্দে গাও গান।
প্লিজ করোনা! এই দেশকে করিস না তুই ত্যাগ
এক সিজনেই করব খালি সবার মানিব্যাগ।

৪১৫ পঠিত ... ১৮:২৭, মার্চ ০৯, ২০২০
 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top