ভিসার জন্য লম্বা লাইন এন্টারকোটিক এম্বাসির সামনে

৭৬ পঠিত ... ১৬:৪১, এপ্রিল ১৭, ২০২৪

15 (7)

হুট করে বেড়ে যাওয়া গরম থেকে বাঁচতে অতিথি পাখিদের মতো দেশ ছাড়তে করেছে মানুষ। অনেকে ইউরোপ আমেরিকা গেলেও, অনেকের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে এন্টারকোটিক মহাদেশ। সেখানে যাওয়ার জন্য প্রতিদিনই প্রায় হাজারখানেক আবেদন জমা পড়ছে। এমনকি এন্টারকোটিকের ভুয়া এম্বাসির সামনে দেখা যাচ্ছে লম্বা লাইনও।

সেই লাইনে দাঁড়িয়ে থাকা একজনের কাছে এন্টারকোটিক যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের বলেন, শীতের সোদনে সোজা হয়ে দাঁড়াতে না পারলেও ব্যাকা হয়ে দাঁড়ানো যায়। কিন্তু গরমে তো শোয়া, বসা, দাঁড়ানো কোনো পজিশনেই থাকতে পারছি না। তার উপরে আপনাদের ভাবি শখ করেছে বরাপের উপর দাঁড়িয়ে পেঙ্গুইন দেখবে, কীভাবে না করি বলেন?

অন্যদিকে বাঙালিদের এন্টারকোটিক যাওয়ার আগ্রহ দেখে ইতিমধ্যেই সেখানকার রিসোর্টের ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে স্থানীয় রিসোর্ট মালিক সমিতি। বরাপকুল রিসোর্টের মালিক কামরুজ্জামান কামরুজ্জামান আমাদের বলেন, আপনাদের দেশের ব্যবসায়ীরাও তো একই কাজ করে রমজান মাসে, আমরা বাদ যাব কেন? এখানে ব্যবসা করার জন্য সব খরচের পাশাপাশি এন্টারকোটিক সহমত ভাই শাখাকেও চাঁদা দিতে হয় আমাদের। সিজনে একটু চালাক না হইলে এন্টারকোটিকে টেকা খুব কঠিন।

৭৬ পঠিত ... ১৬:৪১, এপ্রিল ১৭, ২০২৪

Top