গরম কমাতে দেশে সাময়িকভাবে ইনস্টাগ্রাম বয়কট করছে তরুণরা

৪১ পঠিত ... ১৬:৩৯, এপ্রিল ১৭, ২০২৪

11 (8)

কোনোভাবেই কমছে না গরম, এবার তাই গরম কমানোর অন্য এক উপায়ের দারস্থ হচ্ছেন তরুণ সমাজ। গরম সোশ্যাল মিডিয়া বলে খ্যাত ইনস্টাগ্রাম গণহারে বয়কট শুরু করেছেন তারা। তবে ইনস্টা বয়কট করলেই গরম কমছে কিনা জানতে বয়কট করেছেন এমন এক তরুণের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, প্রথমে আমারও বিশ্বাস হয়নি ইনস্টা বয়কটের সাথে গরম কমার সম্পর্ক কী? কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, ইনস্টা আনস্টল করার সাথে সাথেই শইলে একটা ভাব চইলা আইলো, মনে হলো আমি এন্টারকোটিক মহাদেশে আছি।

তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাইলে তার কাছে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা যোগাযোগ করি শাহবাগ বিশ্ববিদ্যালয়ের ইন্সটাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাম ইনস্টা ইনফ্লুয়েন্সার এঞ্জেল মারিয়ার সাথে। তিনি আমাদের বলেন, ‘ইনস্টা থাকলে ফোনই গরম হয়ে যায়, আর আমরা তো সামান্য মানুষ। ইনস্টাগ্রামে বারবার স্ক্রল করলে একজন মানুষের স্নায়ু সারাক্ষণ উত্তেজিত থাকে যা শরীর গরম রাখে।’অন্যদিকে অতি উৎসাহী একদল মানুষ বেশি ঠান্ডা পাওয়ার আশায়, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুক, ইউটিউব এমনকি ফোনের বিল্ট-ইন অ্যাপও আনস্টল করে দিচ্ছেন।

৪১ পঠিত ... ১৬:৩৯, এপ্রিল ১৭, ২০২৪

Top