মিরপুর ও বসুন্ধরার রাস্তায় সাঁতার শিখিয়ে সফল উদ্যোক্তা হতে চান নাইম

৮৭ পঠিত ... ১৪:৩৭, মার্চ ২৭, ২০২৪

3 (6)

আমাদের আশেপাশে উদ্যোক্তাদের অভাব নেই এখন আর। মোটামুটি সবাই-ই সফল উদ্যোক্তা। একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য তাদের অনেক চড়াই-উতড়াই পার করতে হয়। আজ আমরা জানব এমনই একজন উদ্যোক্তার গল্প। তবে, তিনি এখনও পুরোপুরি সফল নন! আজ থেকে তিনি মিরপুর ও বসুন্ধরার রাস্তায় সাঁতার শেখানোর কোর্স চালু করেছেন। তার ধারণা আগামী ১৫ দিনের মধ্যেই তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হবেন।

এ ব্যাপারে নাইমের সাক্ষাৎকার নিলে নাইম জানালেন, ‘আমি প্রিটি শিওর আমি পারব। আমার এই কনফিডেন্স এসেছে গতবছর বর্ষা থেকে। গতবছর বর্ষায় আমি মিরপুরে আর বসুন্ধরায় নৌকা সার্ভিস দিয়েছি। আলহামদুলিল্লাহ! এরপর আমার আর ৩ মাস কোনো কাজই করতে হয়নি। এবার আমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে নেমেছি। প্রথমে সাঁতার শেখাব, তারপর টিউব, নৌকা, স্পিডবোড সবরকম সার্ভিস চালু করব।’

আজ প্রথমদিনেই নাইমের কোর্সে ভর্তি হয়েছে ১৬৯ জন। তাদের মধ্যে আমাদের একজন প্রতিবেদকও আছেন। যিনি প্রতি বর্ষায় ওয়ার্ক ফ্রম হোম করতেন।

৮৭ পঠিত ... ১৪:৩৭, মার্চ ২৭, ২০২৪

Top