রাজশাহীতে ব্যাঙের বিয়ের পরদিন মেয়ের বাড়ি থেকে সকালে নাস্তা না পাঠানোয় ক্ষেপে গেলেন ব্যাঙের বাবা

৭১ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ২৪, ২০২৪

29 (2)

বাংলাদেশের লোক সংস্কৃতিতে একটা বিষয় প্রচলিত আছে। খরার সময় বৃষ্টি না হলে বাঙের বিয়ে দিলে বৃষ্টি আসে। এটাকে বৃষ্টির জন্য এক ধরনের প্রার্থনাও বলা যায়। বাংলাদেশের লোক সংস্কৃতিতে শত শত বছর ধরেই এটি প্রচলিত। সম্প্রতি রাজশাহীতে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।

কিন্তু বিয়ের পরেরদিন থেকেই এই ব্যাঙ দম্পতির ঘরে দেখা দিয়েছে অশান্তি। সরেজমিনে গিয়ে একটি ভূয়া সোর্স থেকে জানা যায়, বিয়ের পরদিন সকালে মেয়ে ব্যাঙের বাড়ি থেকে ছেলে ব্যাঙের বাড়িতে নাস্তা না পাঠানোতে রেগে গিয়েছে ছেলে ব্যাঙের বাবা। ছেলের বাবা থেকেও তিনগুন বেশি রাগ করেছেন ছেলের ফুফা।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ছেলের বাবা বলেন, ‘বিয়ের সময় তো আমরা তেমন কিছুই নেইনি। আমাদের ছেলেকে মোটরসাইকেল দিবে এমন সম্বন্ধও এসেছিল। কিন্তু আমরা যৌতুক নেব না দেখে সেই সম্পর্ক ফিরিয়ে দিয়েছি। বিয়ের দিন ছেলে উপহারও পেয়েছে কম। তবুও আমরা কিছু বলিনি। কিন্তু সকালবেলা নাস্তা পাঠাবে না—এটা কেমন কথা! আমরা তো এমন ফিকিন্নি পরিবারের সাথে সম্পর্ক করেছি ভাবিনি।’

ছেলে ব্যাঙের ফুফাও ছেলের বাবার পাশ থেকে কথায় সায় দেন। এবং তিনি বলেন, ‘ফার্নিচারও তো দেয়নি। আমার ছেলেকে কিছুদিন আগে বিয়ে করিয়েছি, পুরো ঘরের ফার্নিচার দিয়েছে। আর এদের নজর এত ছোট, শুধু ছেলের রুমের ফার্নিচারও দিতে পারলো না। না দিক, অন্তত বলতে পারতো। বললেই তো আর আমরা ফার্নিচার নিয়ে নিচ্ছি না। আমাদের তো একটা মান-সম্মান আছে!’

৭১ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ২৪, ২০২৪

Top