ব্যবসায়ীদের বন্দি করার দাবি তুললো নিখিল বাংলা শয়তান অ্যাসোসিয়েশন

১০৬ পঠিত ... ১৬:১০, মার্চ ১৯, ২০২৪

431358946_386724310973268_3592596278260544506_n

চলছে পবিত্র রমজান মাস। স্বাভাবিকভাবেই এ মাসে শয়তান শেকলে আবদ্ধ থাকায় মানুষ ধোঁকা-প্রবঞ্চনার হাত থেকে দূরে থাকে, ফলশ্রুতিতে অন্যায় কাজ কম হয়। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। কোন এক অদ্ভুত কারণে রমজান মাসে শয়তান আবদ্ধ থাকার বদলে ঘুম থেকে নিজেদের আবদ্ধ অবস্থায় আবিষ্কার করছেন কিছু কিছু ব্যবসায়ী। এরকম ঘটনার কারণ এখনও সম্পূর্ণভাবে আবিষ্কার করা না গেলেও বিভিন্ন হাইপোথিসিস দাঁড় করাচ্ছেন জ্ঞানী গুণী মানুষেরা।

নিজেদের আবদ্ধ অবস্থায় আবিষ্কার করা মানুষদের ভেতর তরমুজ ব্যবসায়ী মতি মিয়া একজন। রাতেরবেলা স্বাভাবিকভাবে ঘুমানোর পর সকালবেলা থেকেই আর হাত পা নড়াচড়া করতে পারছেন না মতি মিয়া। এমনকি মুখ দিয়ে বের হচ্ছে না কোনো শব্দও। খোঁজ নিয়ে জানা যায়, প্রথম রোজা থেকে শুরু করে ২০০ টাকার তরমুজ ১০০০ টাকায় বিক্রি করেছেন মতি মিয়া। শুধু মতি মিয়া নয়, তারই এলাকার দোকানদার আবুল কালাম আজাদ ও আল আমিনেরও একই অবস্থা।

আমজাদ হোসেন নামের আরেক চাল ব্যবসায়ী অত্যন্ত মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন আইসিইউতে।

এমন ঘটনা প্রত্যক্ষ করার পর গতকাল সকাল দশটায় মোবাইল কোর্ট সরেজমিনে জানতে পারেন, ব্যবসায়ীদের এভাবে বন্দি করার দাবি মূলত শয়তানদেরই। মূলত রমজান মাসে ব্যবসায়ীদের শয়তানির কাছে হার মেনে এমন দাবি তোলে নিখিল বাংলা শয়তান অ্যাসোসিয়েশন। রোজার প্রথম সপ্তাহের পর যেটা দ্রুত কার্যকর হওয়াও শুরু করে।

শুধু ব্যবসায়ী না। সমস্যায় আছেন নিখিল বাংলা রাজনৈতিক নেতা ও আমলা অ্যাসোসিয়েশনের অনেক লোকও। হুটহাট নিজেদেরকে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় আবিষ্কার করছেন তারা।

১০৬ পঠিত ... ১৬:১০, মার্চ ১৯, ২০২৪

Top