ঢাকাকে শব্ধীন রাখতে মাইকে প্রচারণা শাহীনের

৭৪ পঠিত ... ১৭:৫৯, অক্টোবর ০৮, ২০২৩

Shobdohin-dhaka

শব্দ দূষণ সম্পর্কে সচেতনতা তৈরীর জন্য প্রচারণামূলক কাজের অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর ১ মিনিট শব্দহীন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই উদ্যোগে উৎসাহিত হয়ে নিজে থেকেই প্রচারণার উদ্যোগ নিয়েছে রাজধানীর সবুজবাগ নিবাসী শাহীন। প্রাথমিক প্রচারণার জন্য ভাড়া করেছেন মাইক এবং রিকশা।

এ ব্যাপারে শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো শব্দ দূষণ। দেশে এত এত উন্নয়ন হচ্ছে কিন্তু তবুও মানুষ শান্তিতে নেই। তিনবেলা খাবার, উপার্জনের উপায়, সুচিকিৎসা, থাকার জায়গা, বিনোদনের সব ব্যবস্থা থাকলেও মানুষ মনোযোগ দিয়ে এগুলো উপভোগ করতে পারছে না। কারণ শব্দ দূষণ। এই শব্দ দূষণের জুজু ঢাকাকে শব্দহীন করতে মাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন সবুজবাগের শাহীন।

ঢাকার ঘাড় থেকে নামলেই মানুষ বুঝতে পারবে তারা আসলে কতটা শান্তিতে আছে!

সচেতনতা তৈরীর জন্য তিনি কী কী উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে তিনি জানান, ‘আপাতত কয়েকটি রিকশায় মাইক বেঁধে আমরা ঢাকার বিভিন্ন এলাকায় শব্দ দুষণ না করার আহ্বান জানাবো। কিছু স্বেচ্ছাসেবক হ্যান্ডমাইক নিয়ে রাস্তায় পায়ে হেঁটে প্রচারণা করবে। এছাড়া আমরা চেষ্টা করছি তরুণদের আকৃষ্ট করতে “শব্দ দুষণের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে”এই প্রতিপাদ্যে একটি গানের কনসার্ট আয়োজন করার। এছাড়া ১৫ তারিখ ঢাকায় একটি জনসভা করে মানুষকে শব্দ দূষণ না করার জন্য আহ্বান জানাবো। এছাড়াও আছে ইচ্ছা বেশ কিছু গাড়ি নিয়ে ঢাকার রাস্তায় একটি র‍্যালী আয়োজন করার। এতসব আয়োজনের জন্য যে খরচ প্রয়োজন তা কোথায় পাবেন জানতে চাইলে বলেন, সেটাই তো মূল টার্গেট, এতকিছু তো সেজন্যেই করছি। আই মিন এগুলো করতে গেলে তো টাকা লাগবেই। টাকা সংগ্রহের চেষ্টা চলছে।‘  

শব্দ দূষণের ব্যাপারে ঢাকার আরেক বাসিন্দা শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি পালটা প্রশ্ন করে বসেন। তিনি বলেন, ‘কোথায় শব্দ দূষণ বেড়েছে? আমি তো প্রতিদিনই অফিস করছি, বাজারে যাচ্ছি, পার্কে যাচ্ছি; আমি তো শুনি না জোরালো শব্দ। বরং আমি কোনো কথা বললেই লোকজন পালটা থামিয়ে দেন যেন আমি আস্তে কথা বলি।‘ শেষের দিকে তাকে জোরে প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

৭৪ পঠিত ... ১৭:৫৯, অক্টোবর ০৮, ২০২৩

Top