দামের জন্য ডিমের সাপ্লাই বন্ধ, হতাশায় রিমান্ডের দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা

১৩৫ পঠিত ... ১৪:৫৩, আগস্ট ১২, ২০২৩

Hotashay-police

হুট করে ডিমের বাজারে লেগেছে আগুন। ডজনপ্রতি প্রায় ১৫-২০ টাকা বেড়ে যাওয়ায় অনেকে নিজের খাদ্যতালিকা থেকে বাদও দিতে শুরু করেছেন ডিমকে। তবে ডিমের দামের এই উর্ধ্বগতির জন্য সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন আসামীদের রিমান্ডের দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা। কার্যকরী রিমান্ড সেশনের জন্য সবচেয়ে উপযোগী এই উপাদানটির দাম এমন নাগালের বাইরে চলে যাওয়াতে তাদের বেশ কয়েকজন হতাশাও প্রকাশ করেছেন।

এমনই এক হতাশ অফিসার নিজের পরিচয় লুকিয়ে আমাদের প্রতিবেদককে বলেন, ‘এমনিতেই এত সীমাবদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হ্‌ এর মধ্যে যদি অতি দরকারি জিনিসগুলোও দামের জন্য কিনতে না পারি কীভাবে হবে বলেন! গত কয়েকদিন ধরে ডিমের ব্যবহার করতে পারছি না দেখে আসামীরাও ঠিকঠাকমতো কো-অপারেট করছে না। আমাদের কথা ভেবে হলেও ডিমের দামটা কমানো উচিৎ, অথবা আমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দিক।’

অন্যদিকে ডিমের দামের এমন উর্ধ্বগতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রিমান্ডে থাকা আসামীরা। তাদেরই একজন কাল্পনিক এক সাক্ষাৎকারে আমাদের বলেন, ‘সকাল বিকাল ডিম খাইতে খাইতে খুব কাহিল লাগে ভাই, ডিম ব্যবসায়ীদের মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। তাদের কল্যাণে এখন আর সিদ্ধ ডিমের চেহারা দেখতে হয় না।’

১৩৫ পঠিত ... ১৪:৫৩, আগস্ট ১২, ২০২৩

Top