গরুর মাংস খাওয়ানোর ভয় দেখিয়ে সর্বস্ব লুট

৬৬২ পঠিত ... ১৩:৫৯, জুলাই ১৪, ২০২২

Gorur-mangsher-voy-dekhiye

কোরবানির ইদের এই সময়ে সবাই যখন গরুর মাংস খেতে খেতে বিরক্ত, এমন সময়ে কোথাও কোথাও গরুর মাংসকে নিজেদের হাতিয়ার বানিয়ে নিয়েছে দেশের ছিনতাইকারীরা। দেশের একাধিক স্থানে গরুর মাংস খাওয়ানোর ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়ার একাধিক ঘটনা ঘটেছে।   

ঢাকা, ফেনী, চট্টগ্রামসহ একাধিক স্থান থেকে আসা খবরে এমনটাই জানিয়েছে eআরকির প্রতিনিধিরা। ফেনীর ছাগলনাইয়ায় এক যুবকের এটিএম কার্ডের পিন নিয়ে নিয়েছে বলে জানা যায়। eআরকিকে এই যুবক বলেন, ‘টাকা তুলতে বুথে ঢুকছিলাম। হঠাৎ দেখি একদল যুবক হাতে রান্না করা গরুর মাংসের থালা নিয়ে হাজির। দেখেই আমি ভয়ে কুঁকড়ে যাই। ওরা বারবার বলছিলো, “পিন দে,  নইলে গরুর মাংস খাইয়ে দিবো।“ আমি কোনরকম পিন দিয়ে নিজের জান নিয়ে পালিয়ে এসেছি।‘  

মোহাম্মদপুরের ছিনতাইকারীরাও এখন আর ছুরি, পিস্তল নিয়ে ঘুরছেন না বলে জানা যায়। ছুরি, পিস্তলের বদলে হাতে নিয়ে ঘুরছেন রান্না করা গরুর মাংসের পোঁটলা। সাথে রাখছেন চালের রুটি। এতেই কাজ হচ্ছে বলে জানান এক সিনিয়র ছিনতাইকারী। তিনি বলেন, ‘আমরা সহিংস ছিনতাই থেকে সরে আসছি। মহাত্মা গান্ধীর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এখন অহিংস পথে ছিনতাই করি। গরুর মাংস আর চালের রুটি নিয়ে রাস্তায় বের হলেই হচ্ছে। কাউকে কিছু বলা লাগছে না। নিজে থেকেই সব দিয়ে যাচ্ছে।‘

স্ত্রী গরুর মাংস খাওয়ানোর ভয় দেখিয়ে ফেসবুক পাসওয়ার্ড নিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ধানমণ্ডির ভুক্তভোগী স্বামী।

এদিকে কোথাও কোথাও ঘটছে ভিন্ন ঘটনাও। আলুভর্তা, ডাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে লুট করছে সর্বস্ব। ভর্তা পার্টি নামের এই চক্র আলুভর্তার সাথে ক্লোরোফর্ম মিশিয়ে অজ্ঞান করে ছিনতাই করছেন বলে জানা যায়।

৬৬২ পঠিত ... ১৩:৫৯, জুলাই ১৪, ২০২২

Top