পর্তুগাল বিদায়ে নেয়ায় কোপা আমেরিকায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৩৩৯ পঠিত ... ১৩:৩৬, জুন ২৮, ২০২১

portugal copa brazil

ব্রাজিল সমর্থকদের হৃৎপিণ্ডের ডান অলিন্দ হিসেবে স্বীকৃতি পাওয়া পর্তুগাল গত রাতে বেলজিয়ামের সাথে হেরে ইউরো কাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল সমর্থকদের জন্য বিষয়টি সাময়িক বেদনা নিয়ে আসলেও শাপেবর হয়েছে বলে জানানা নিখিল বাংলার ব্রাজিল সমর্থক গোষ্ঠী।

ইউরো ও কোপা একই সাথে শুরু হওয়ায় দুদিকেই মনোযোগ দিতে হতো ব্রাজিল সমর্থকদের। সন্ধ্যায় ইউরোর খেলা শেষে শেষরাতে বসতে হতো কোপা নিয়ে। দায়িত্বের টানে সমানতালে মনোযোগ দিলেও একই সাথে দু-নৌকায় পা দেয়ায় ব্যালেন্সের অভাবে প্রায়ই উরুসন্ধিতে ব্যথা হতো।

সেই ব্যথা থেকে মুক্ত এক ব্রাজিল সমর্থক বলেন, 'পর্তুগালের এভাবে বিদায় বুকে কিছুটা ব্যথার উদ্রেগ ঘটিয়েছে। কিন্তু দুইটা সেকলো খাওয়ার পরে এখন কিছুটা ব্যথামুক্ত আছি। এখন পূর্ণমনোযোগ কোপায় আনা যাবে। ব্রাজিলের খেলা দেখা যাবে প্রাণভরে।'

নিজেদের ফেলে আসা দায়িত্বের কথাও জানান অন্য এক সমর্থক। পর্তুগাল জার্মানি একই গ্রুপে হওয়ায় অন্যান্য বারের চেয়ে ইউরোতে এবার তাদের বেশি নজর ছিলো বলেও জানা যায়। এমনই একজন বলেন, 'ব্রাজিল, পর্তুগালের পাশাপাশি আর্জেন্টিনা আর জার্মানি শিবিরের প্রতিপক্ষ নিয়া তো ভাবতে হতো আমাদের। আমরা একা একটা দলের সমর্থক আর কত করবো!'

পর্তুগালের উপর খানিক আশা ছিলো বলেও জানান অন্য এক সমর্থক। সেটা পূরণ না হওয়ায় কিছুটা আশাহত এক সমর্থক বলেন, 'ভেবেছিলাম রোনালদো আমাদের সেভেন আপের দুঃখ গোছাবে। কিন্তু তারা তা পারেনি। রোনালদোর ৭ নাম্বার জার্সি ছাড়া আর কিছুই জোটেনি আমাদের কপালে। ভেবেছিলাম, নিজেরা জার্মানির সাথে ৭ গোল খেয়ে আমাদেরকে বাঁচাবে। মাত্র ৪ গোলে আটকে গিয়ে সেই আশায়ও পানি ঢেলে দিয়েছে পর্তুগাল। আমাদের জন্য 'পানি পানি হো গায়্যে' গান ছাড়া আর কিছুই রেখে যায়নি সে।'

১৩৩৯ পঠিত ... ১৩:৩৬, জুন ২৮, ২০২১

Top