মুনজেরিনের দেখাদেখি বাংলা পড়ানোর জন্য চ্যানেল খুলবেন raবা খাn

১৫৯০ পঠিত ... ১৯:০৬, জানুয়ারি ১৮, ২০২১

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আছে অথচ মুনজেরিন কে চেনে না, এমন কাউকে সহজে খুঁজে পাওয়া যাবে না। মুনজেরিন শহীদ টেন মিনিট স্কুলের পাশাপাশি নিজেও ইংরেজি শেখান নিজের চ্যানেলেও। লাখ লাখ শিক্ষার্থী, আবালবৃদ্ধবণিতা নিয়মিত ইংরেজি শিখছেন এখান থেকে। মুনজেরিন বর্তমানে অধ্যয়নরত আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

তবে মুনজেরিনের ইংরেজি শেখানো দেখে অনলাইনে বাংলা শেখাতে আগ্রহী হয়েছেন রকমারি বেস্ট সেলার 'বানdhobi' বইয়ের জনপ্রিয় লেখিকা raবা খাn. কিছুটা বাংলা কিছুটা ইংরেজিতে তিনি eআরকিকে জানান, 'একুশ শতাব্দীতে বাস করেও বাংলাদেশের বহু মানুষ এখনো টাকলামি করে। ইংরেজি তো মুনজেরিন শেখাচ্ছেই, আমি ঠিক করেছি এখন থেকে সবাইকে baংলা আর বাংlish শেখাবো। আশা করি আমার জনপ্রিয়তা মুনজেরিনকেও ছাড়িয়ে যাবে।'

সামনের বইমেলায় বাংলা শিক্ষার বই আনবেন কিনা, এমন প্রশ্নে raবা একটু হেসে বলেন, 'এটা কিন্তু একটা জোস কথা বলছেন। দেখি, লেখা স্টার্ট করবো। ওয়ান উইকের বেশি লাগবে না।'

এদিকে মুনজেরিনকে দেখে অনুপ্রাণিত হয়েছেন গানের পাখি মাহফুজুর রহমানও। তিনিও eআরকিকে গোপন মাধ্যমে জানিয়েছেন, 'আমার ফ্যান ফলোয়াররা প্রায়ই অনুরোধ করে আমার কাছে গান শেখার জন্য। সবাইকে বাসায় ডাকা তো সম্ভব নয়। ভাবছি অনলাইনেই কোর্স শুরু করবো। মুনজেরিন মেয়েটা আমাকেও উৎসাহিত করেছে। আমার ধারণা আমার চ্যানেলও মুনজেরিনের মতো সবার নজরে আসবে। এছাড়া আমি তো দেখতেও খারাপ না...'

এই বলে তিনি 'ঘুমাতে পারি না সারা রাত ধরে' গানটি গাইতে উদ্যত হলে আমাদের প্রতিবেদক দ্রুত পালিয়ে যান।

১৫৯০ পঠিত ... ১৯:০৬, জানুয়ারি ১৮, ২০২১

Top