শীতে জোর করে গোসল করানোর জন্য আসছে অ্যাপভিত্তিক সার্ভিস 'চুবাও'

১১৯৯ পঠিত ... ২৩:২১, ডিসেম্বর ০৬, ২০২০

শীতে গোসল না করতে চাওয়া সন্তানের বাবা-মায়েদের জন্য স্বস্তির খবর নিয়ে আসলো একটি নতুন উদ্যোগ 'চুবাও'। গোসল করতে না চাওয়াদের জোর করে গোসল করাবে এই সার্ভিস।

একটি অ্যাপের মাধ্যমে প্রদান করা হবে এই সময়োপযোগী সেবা। যাকে গোসল করাতে চান তার ছবি দিলেই কাজে নেমে পড়বে এই উদ্যোগের কর্মীরা। গোসল করাতে চাওয়া ব্যক্তিকে বাসা থেকে তুলে এনে রাত ৩ টায় বুড়িগঙ্গায় চুবানো হবে। এরপর বাসায় নিয়ে করানো হবে দ্বিতীয় দফা গোসল।

উদ্যোগটির কর্তা ব্যক্তিরা বলেন, 'সাধারণত শীতের ভয়েই অনেকে গোসল করেনা। খোলা চোখে আমরা গোসল করালেও মূলত আমাদের কাজ হচ্ছে গোসলের ভয় তাড়ানো। সে জন্যই রাত ৩ টার সময় বুড়িগঙ্গায় চুবিয়ে শীতের ভয় দূর করা হবে।'

কর্তাব্যক্তিদের মারফত জানা যায়, এই সার্ভিস দ্বিতীয়বার কেউ গ্রহণ করবে না। একটি জরিপের তথ্য অনুযায়ী, একবার যে এই সার্ভিস নিয়েছে, তাকে গোসল করার জন্য আর জোর করতে হয় না। কানের কাছে গিয়ে শুধু বললেই হয়, 'চুবাও'কে খবর দিচ্ছি। এরপর নিজের গোসল নিজেই করে নেয়।'

এই অ্যাপের টার্গেট কাস্টমার বাবা-মায়েরা হলেও অনেক যুবক-যুবতীও এই সেবা গ্রহণ করছেন। এমনই একজন বলেন, 'গোসল করতে আমার সমস্যা নেই। কিন্তু শীতে নিজ হাতে নিজের এতবড় সর্বনাশ কীভাবে করবো। সেজন্যই 'চুবাও' এর সেবা নেই। তারাই করে দিয়ে যায়।'

শীতে গোসল করানোর পাশাপাশি শৌচকার্য সম্পাদনের জন্যও সেবা নিয়ে আসবে একই প্রতিষ্ঠান।

১১৯৯ পঠিত ... ২৩:২১, ডিসেম্বর ০৬, ২০২০

Top