কম্বলের Auto Rotation mode অফ করতে চায় সিলেটের সাকিব

১৩৫ পঠিত ... ১৬:৩৮, নভেম্বর ২৫, ২০২৩

17

মোবাইলের Auto Rotation mode আছে। চাইলেই অন করা যায় আবার চাইলেই অফ করে বসে থাকা যায়। কিন্তু, আপনি জেনে অবাক হবেন যে কম্বলেরও আছে Auto Rotation mode। যখনই লম্বালম্বিভাবে কম্বল নিয়ে শুবেন, তার ঠিক ২ মিনিট পর টের পাবেন সে নিজে নিজে আড়াআড়ি হয়ে গিয়েছে। আপনার গলা থেকে কোমর পর্যন্ত কম্বল আছে বাকি অংশে নেই। এবার এই Rotation-ই অফ করার দাবি নিয়ে পথে নেমেছেন সাকিব।

বিষয়টা সরেজমিনে দেখার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সাকিবের কাছে। সেখানে গিয়ে দেখলাম সাকিব রাস্তার মাঝখানে কম্বল নিয়ে শুয়ে সবাইকে দেখাচ্ছে, কীভাবে কম্বল নিজে নিজেই Rotate হয়ে যায়। অনেকে আবার Rotate না করে কীভাবে শুয়ে থাকতে হয়, তা দেখাতে চাচ্ছেন। কিন্তু, লাভ হচ্ছে না কিছুতেই।

ফার্স্ট হাফ এসব চলতে থাকলেও, সেকেন্ড হাফে সাকিবের সাথে যোগ হয়েছিলেন আরও লক্ষ সাকিব। সবার একই কথা! হয় কম্বল Auto Rotate হবে না, নাহয় দেশে শীত পড়বে না। শীত না পড়লে কম্বল থাকলেই কী আর না থাকলেই কী!

১৩৫ পঠিত ... ১৬:৩৮, নভেম্বর ২৫, ২০২৩

Top