করোনা সংক্রমণ কমেছে, বেড়েছে বিবাহ সংক্রমণের হার

৩৬৮ পঠিত ... ১৬:১১, আগস্ট ২৩, ২০২০

 

দেশে করোনা সংক্রমণ 'আশঙ্কাজনক' হারে কমে গিয়েছে। আশঙ্কাজনকভাবেই স্বাস্থ্যমন্ত্রী করোনাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে, করোনা সংক্রমণ কমলেও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিবাহ সংক্রমণের হার। প্রতিদিন অগণিত যুবক-যুবতী আক্রান্ত হচ্ছেন বিবাহ নামক ভাইরাসে।

ফেসবুকের নিউজফিডে করা এক গবেষণা বলছে, দেশে প্রতি সেকেন্ডে থুক্কু প্রতি ফেসবুক স্ক্রলে চারজন মানুষের মাঝে বিবাহ সংক্রমণ হচ্ছে। শুরু থেকেই যা কমিউনিটি সংক্রমণের পর্যায়ে রয়েছে। এমন জোরালো সংক্রমণের কারণে অবিবাহিতদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডিপ্রেশন ও একাকীত্ব।

আলো, বাতাস কিংবা স্পর্শের মাধ্যমে না, বিবাহ নামক এই ভাইরাস ছড়াচ্ছে কানে কানে, ছবিতে ছবিতে, চোখে চোখে। অন্য কারো বিবাহ সংক্রমণের খবর শুনলে, দেখলে এমনকি সানাইয়ের সুর শুনলেও বেড়ে যাচ্ছে সংক্রমিত হওয়ার সম্ভাবনা।

কিছু কিছু সুস্থ মানুষকে বাসা থেকে বিবাহ সংক্রমণের চাপ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। এমনই একজনের মা তার সন্তানকে বলেন, 'রফিক ভাইয়ের ছেলে বিবাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তোকেও হতে হবে। আমি আরেকজনকে খুঁজে রাখছি। কালই তোদের সংক্রমণ।'

দেশে বিবাহ সংক্রমণের হারের ভয়াবহতা বুঝাতে এক বিবাহ বিশেষজ্ঞ বলেন, 'কেউ একা বিবাহে আক্রান্ত হয় না, বিবাহে আক্রান্ত হয় জোড়ায় জোড়ায়। বড় ভাই আক্রান্ত হওয়ার পর হাসতে হাসতে ছোটভাই, কাজিন, বন্ধুবান্ধবদের বলছে 'এরপর তোদের পালা'। বুঝতেই পারছেন সংক্রমণ কোন পর্যায়ে আছে।'

বিবাহ সংক্রমণ সংক্রান্ত কোন খবর লিখলে, এডিট করলে, এমনকি পড়লেও বেড়ে যাচ্ছে সংক্রমণের ঝুঁকি। সেজন্য বিবাহ সংক্রমণ সংক্রান্ত খবর পড়া থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

৩৬৮ পঠিত ... ১৬:১১, আগস্ট ২৩, ২০২০

Top