নোবেল সঙ্গীত একাডেমিতে মিউজিক শিখতে আসছেন তানসেন

২৫১৭ পঠিত ... ১৭:৪৮, মে ২০, ২০২০

জন্মের মাত্র দু বছরের মধ্যে উপমহাদেশের সঙ্গীতজগতে দুইটা হিট ও অ্যাওয়ার্ড উইনিং গানের জন্মদাতা জীবন্ত কিংবদন্তি মঈনুল আহসান নোবেল ওরফে নোবেলম্যান সম্প্রতি নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সঙ্গীত একাডেমি খোলার ঘোষণা দেন। নিজের সঙ্গীত একাডেমির মাধ্যমে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞদের ২০২০ সালের আধুনিক মিউজিকের সারেগামাপা শেখানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন নোবেল।

স্ট্যাটাসটি চোখে পড়ামাত্রই লেজেন্ডদের মধ্যে হইচই পড়ে যায়। নোবেলের সঙ্গীত একাডেমিতে ইতোমধ্যে নজরুল, রবীন্দ্রনাথসহ নানান শতকের বিখ্যাত সব সঙ্গীতজ্ঞ গান শিখতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সবকিছু ছেড়ে চোখ আটকে গেছে পনেরশ শতকের বিখ্যাত সঙ্গীতজ্ঞ, উচ্চাঙ্গসঙ্গীতের স্রষ্টা, সম্রাট আকবরের নবরত্ন মিয়া তানসেনের নোবেলের একাডমিতে গান শিখতে আসার খবরে।

উচ্ছ্বসিত হয়ে তিনি প্রথমেই একটি রাগ গেয়ে ফেলেন। একটু বেশি আবেগী হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ধুপ করে বৃষ্টি নেমে যায় (দেখতেছেন না বাইরে বৃষ্টি?)। বৃষ্টি দেখে নিজেই হতচকিত হয়ে তিনি বলেন, 'আমার গান যদি বৃষ্টি হয়, তাহলে উনার (নোবেল) গান তো ঝড়, আম্পান ঝড়!'

নোবেলকে ওস্তাদজি সম্বোধন করে মিয়া তানসেন বলেন, 'উনি সারেগামাপায় থাকার সময় আমি নিজেও মোবাইল থেকে এসএমএস করে ভোট দিয়েছি। উনার পয়ত্রিশ হাজার ফ্যান পেজের মধ্যে আমিও একটার এডমিন। আকবরের সময় উনি ছিলেন না, নাহলে নবরত্ন সভার নাম হতো দশরত্ন সভা। উনার কাছে গান শেখার সুযোগ হবে, ভাবতেও পারিনি!'

সঙ্গীত একাডেমির খোলার ঘোষণার সাথে সাথেই ওস্তাদজি ফেইক আইডির ইনবক্সে আবেদন করেছিলেন তানসিন। তবে সিলেক্ট হওয়া নিয়ে বেশ সন্দেহও ছিলো জানিয়ে তানসেন বলেন, 'শুনেছি ওস্তাদজি অনেক আধুনিক সঙ্গীতজ্ঞকেও গান শেখাতে রাজি হন না। সেখানে আমার মতো এত পুরোনো, ব্যাকডেটেড মানুষকে শিখাবেন কিনা তা নিয়ে বেশ সন্দেহ ছিলো। তাছাড়া গত কয়েকশ বছরে আমার কোনো হিট গানও নেই!' নিজের দাঁড়িয়ে যাওয়া গায়ের লোম দেখাতে দেখাতে তানসেন আরো বলেন, 'এই দেখেন, উনার সুরের কথা মনে পড়তেও গায়ের লোম দাঁড়িয়ে যায়।'

তানসেনের মতো এমন সঙ্গীত সম্রাটকে গান শেখাতে পারার বিষয়ে নোবেলের অনুভূতি জানতে চাইলে নিজের একটি ফেক আইডি থেকে নোবেল বলেন, 'কোন তানসেন? আমিতো ভাবছিলাম তাহসিনেশন আমার কাছে গান শিখতে চাইছে। নামের বানান ভুল কইরা তানসেন লিখছে। এই তানসেনটা কে? তার কি গত দুই বছরে কোনো হিট গান আছে?'

২৫১৭ পঠিত ... ১৭:৪৮, মে ২০, ২০২০

Top