ম্যাথ অলিম্পিয়াডে প্র্যাকটিসের জন্য ইমরুল কায়েসকে দলে চায় গণিতবিদরা

১৪১২ পঠিত ... ১৯:৫৯, জানুয়ারি ১৯, ২০২০

পাকিস্তান সফরে তিনটি টি-টুয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ বিসিবি ঘোষিত এই দলে নেই বাংলাদেশ ক্রিকেট তথা বাংলাদেশ গণিতশাস্ত্রের পুরোধাপুরুষ ইমরুল কায়েস।

ইমরুল কায়েস, যিনি ক্রিকেটের হিসেব নিকেষের কিংবা পরিসংখ্যানের সাথে সাথে বদলে দেন প্রতিষ্ঠিত গণিতের অনেক সমীকরণও। যিনি ব্যাট হাতে নামলেই তৈরি হয় গণিতের নতুন নতুন সমীকরণ। এমন একজন ক্রিকেটার কাম গণিতবিদকে দলে না রাখায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড কতৃপক্ষসহ দেশের আপামর গণিতপ্রেমী মানুষেরা।

বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে কখনো অংশগ্রহণ করতে না পারা ফেসবুক গণিতবিদ দলের অন্যতম মুখপাত্র ও ইমরুল কায়েসের পাগলা ফ্যান ক্লাবের অ্যাডমিন ইমরুল নায়েস ইমরুল কায়েসকে দলে রাখার দাবি তুলে আমাদের জানান, 'ব্রো কি শুধুই ক্রিকেট খেলে? ব্রোর ব্যাটের সাথে বলের প্রতিটা আঘাতেই দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত কিংবা সপ্তঘাতের মতো হাজারো সমীকরণের জন্ম নেয়। ব্রোর এক একটা ইনিংস গণিতশাস্ত্রের নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। সামনেই ম্যাথ অলিম্পিয়াডের দল নির্বাচনের কাজ শুরু হবে। এমন একটা সময়ে ব্রোকে দলে না রাখলে আমরা প্র্যাকটিস করবো কীভাবে?'

শুধু ম্যাথ অলিম্পিয়াড না, দেশের সাধারণ ফেসবুকারদের মাঝেও ইমরুল কায়েস গণিত প্রেম ঢুকিয়ে দিতে পেরেছেন দাবি করে আমরা ইম্রুল ব্রোর পাগলা ফ্যান পেজের এক অ্যাডমিন (কখনো গণিতে পাস করতে না পারা) জানান, 'আমি সারাজীবনে কখনো গণিতে পাস করতে পারি নাই ভাই। আর এখন ইমরুল ব্রো ব্যাট হাতে নামলেই মাথায় গণিতের বাত্তি জ্বলে উঠে। নিজেকে আর্যভট্ট, আল খৈয়াম, আর্কিমিডিস, পিথাগোরাস মনে হয়।'

ইমরুল কায়েসকে দলে রাখার ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন বাংলাদেশ দুর্নীতি প্রসারণ পরিষদের সরকারি কর্মকর্তা শাখা। শাখার ব্যবস্থাপক জানান, 'ইমরুল ব্রো বহুঘাত সমীকরণ দিয়ে সরকারি কাজের দুর্নীতির হিসেব মিলানোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এমন সময়ে ইমরুল ব্রো-এর দলে না থাকাটা আমাদের জন্য বেশ লসের হবে। অলরেডি এই প্রকল্পে ৩৫০ কোটি টাকা ব্যয়ও ধরা হয়েছে।'

১৪১২ পঠিত ... ১৯:৫৯, জানুয়ারি ১৯, ২০২০

Top