নগরপিতা নয়, মেয়র হিসেবে এবার নগরসিস্টার চায় ঢাকাবাসী

১৬১৪ পঠিত ... ১৭:১৭, ডিসেম্বর ২৯, ২০১৯

ঘনিয়ে আসছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। দেয়ালে দেয়ালে মেয়র হিসেবে নিজেদের চাওয়া প্রার্থীদের পোস্টার লাগাচ্ছেন এলাকাবাসী (অজ্ঞাত)। এতদিন যাবৎ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা সিটির মেয়র হিসেবে সবার চাওয়া নগরপিতা থাকলেও এই বছর ঢাকাবাসীর চাওয়া সম্পূর্ণ ভিন্ন। পিতার শাসনে বিরক্ত হতে হতে সিস্টারের আশকারা ও স্নেহ পাবার আশায় এবার ঢাকাবাসীর চাওয়া নগরসিস্টার।

সম্প্রতি ফেসবুকের দেয়াল থেকে এলাকাবাসীর বরাত দিয়ে (কোন এলাকাবাসী জানা যায়নি) ‘সিস্টার হেলেনাকে মেয়র হিসেবে চাই’ শিরোনামে সিস্টার হেলেনার একটি ছবিসহ পোস্টার পাওয়া যায়।

এই পোস্টার থেকেই ধারণা করা যায়, ঢাকাবাসী পিতাদের শাসন আর নিতে পারছে না। এবার চাই সিস্টারের মায়া, মমতা, আদর, স্নেহের ছায়া।

এই বিষয়ে জানতে চাইলে ধুলা থেকে বাঁচতে নাকে হাত দিয়ে রাখা এক মিরপুরবাসী জানান, 'সিস্টারের মমতাময় শাড়ির আঁচল দিয়ে এবার মুখ ঢাকা যাবে। নাকে মুখে দিয়া ধুলা ঢুকবে না। এতদিন এটাই চাইছিলাম আসলে।'

নগরপিতার পরিবর্তে নগর সিস্টার আসার ফলে ঢাকার সমস্যাগুলোও একটু ভিন্ন স্বাদ পেয়ে সমাধানের দিকে যাবে বলেও ধারণা করছেন অনেকে। এমনই একজন জানান, 'শুধু আমরা না, ঢাকার হাজার বছরের সমস্যাগুলোও আসলে সিস্টার চায়। পিতারা সবকিছু শাসন টাসন দিয়ে করে থাকেন, ঢাকার সমস্যাগুলা এত সেনসিটিভ, শাসন দিয়ে হবে না। ঢাকার সমস্যাগুলো আসলে একটু স্নেহ চায়। স্নেহ পেলেই সব সমস্যা গদগদ হয়ে গলে যাবে।'

সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারাও সিস্টার হেলেনাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। একজন জানান, 'সিস্টার হেলেনা হলে ভালোই হবে। মাঝে মাঝে একটু বাড়তি সুবিধা নিলে পিতারা পরে ঝামেলা করতো। সিস্টার মানুষ, সেটা করবে না। সিস্টার হইলে সিস্টারের কাছে বেশি বেশি ফরেন ট্যুরের আবদার করবো আর পার্টস থেকে ভাইয়ের অধিকার স্বরূপ টাকা মেরে দিবো! জানেনই তো, সিস্টাররা মানবতার জন্য কাজ করেন। সিস্টার হেলেনাও আশা করি আমাদের সব ধরনের অব্যবস্থাপনা মানবিক দৃষ্টিতে দেখবেন।'

১৬১৪ পঠিত ... ১৭:১৭, ডিসেম্বর ২৯, ২০১৯

Top