আকাশে গোসলের সূর্য দেখা গেছে, বাংলার ঘরে ঘরে আজ গোসলের আনন্দ

৯১১ পঠিত ... ১৬:৫২, ডিসেম্বর ২৪, ২০১৯

জাতীয় সূর্য দেখা কমিটির কোন বৈঠক ছাড়াই আজ দুপুরে বাংলার আকাশে গোসলের সূর্য দেখা গেছে। আজ থেকে বাংলার ঘরে ঘরে গোসলের আনন্দ। সবাইকে গোসলের শুভেচ্ছা। গোসল মোবারক। জাতীয় সূর্য দেখা কমিটির কোন ধরনের ঘোষণা ছাড়াই সূর্য দেখার সাথে সাথে দেশবাসীও মেতে উঠেছে গোসলের আনন্দে। খুশিতে ও গোসলের পানির জোয়ারে ভেঙ্গে পড়েছে ট্যাংকির বাঁধ। পাশাপাশি টিভি রেডিওতে বাজতে শুরু করেছে নজরুলের সেই বিখ্যাত গান, 'ও মন হাঁড়কাপানো শীতের শেষে উঠলো খুশির রোদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর বাথরুমই মঞ্জিল।' পাড়া-মহল্লা আর ফেসবুকের আনাচে কানাচে থেকে ভেসে আসছে গোসলের পানি পড়ার কলকল ধ্বনি।

দুপুর ১২ টা ৫৮ মিনিটে আকাশের মেঘ কেটে হালকা উঁকি দেয়ার কিছুক্ষণ পরই সম্পূর্ণরূপে নিজেকে মেলে দেন সূর্য। এরপই বাংলার দামাল ছেলে-মেয়েরা দলে বলে বহু আকাঙ্খিত সূর্যকে দেখতে আসেন। কেউ কেউ সূর্যকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান, কেউবা গোসল করতে পারার খুশিতে রাস্তায় গড়াগড়ি খেতে থাকেন। কোলাকুলি করতে থাকেন একে-অপরের সাথে। ফুলবাবু আর খাচ্চরের সকল ভেদাভেদ ভুলে সবাই মিলিত হন সবার বাহুতলে। এমনকি খুশিতে আত্মহারা হয়ে মাটিতে গড়াগড়ি খাওয়া ভাইটির সাথেও কোলাকুলি করতে দ্বিধা করেননি কেউ।

এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর eআরকি গোসল উদযাপন কমিটির ‘সূর্য ডুইবা যাইবো আবার, চলো গোসল কইরা লই’ এমন তাগাদায় সবাই গোসলের জন্য রওনা দেয়।

দলে বলে একসাথে সবাই গোসল করতে গেলে পানি সরবরাহে কিছুটা হিমসিম খেলেও গোসলের আনন্দে অতিরিক্ত জনবল ও বিশুদ্ধ পানি সরবরাহ করে তা সামাল দিয়েছেন ঢাকা ওয়াসা। এই প্রথম কোন ধরনের অভিযোগ ছাড়া সর্বসাধারণ ঢাকা ওয়াসার পানি ব্যবহার করায় ঢাকা ওয়াসাকেও বেশ উৎফুল্ল দেখা যায়।

গোসলের সূর্য দেখা যাওয়া উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দেশবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেননি। একই সাথে গনভবনেও গোসলের শুভেচ্ছা বিনিময়ের জন্য কোন অনুষ্ঠানের আয়োজনও করা হয়নি।

ওদিকে গোসলের সূর্য উঠলেও শীতের ভয়ে কম্বলের তলা থেকে বের না বেশ কিছু অবিশ্বাসী এই উৎসবে সামিল হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন। গোসলও করতে পারেননি। দেশবাসী তাদেরকে পোড়াগোসইল্লা বলে বেশ আফসোস করছেন।

ভৌগোলিক জটিলতার কারণে দেশের কিছু অঞ্চলে আজ গোসলের সূর্য দেখা না যাওয়ায় সেইসব এলাকা কালকে সূর্য দেখা যাবে এমন আশা নিয়ে বালতি, মগ ও পানি নিয়ে বসে আছেন। তবে গতকাল সৌদি আরবে সূর্য ওঠায় চাঁদপুরের কিছু এলাকার মানুষেরা গতকালই গোসল সেরে ফেলেন!

তবে গোসলের সূর্য উঠলে দেশের বিবাহিত সমাজকে খুব একটা খুশি হতে দেখা যায়নি। আফসোস করতে করতে বিবাহীত এক দম্পতি বলেন, 'দুপুরে গোসলের সূর্য উইঠা লাভ কি! আমাগো দরকার সকালে অথবা রাতে। তোগো গোসল তোরা কর! আমরা মধ্যরাতের সূর্য্যের দেশ নরওয়েতে চলে যাবো।'

৯১১ পঠিত ... ১৬:৫২, ডিসেম্বর ২৪, ২০১৯

Top