মিরপুরে আসায় মেকাপের দরকার হয়নি, অটো মেকাপ হয়ে গেছে : ক্যাটরিনা কাইফ

৬৯১১ পঠিত ... ১৪:৪৫, ডিসেম্বর ০৯, ২০১৯

গত ৮ ডিসেম্বর রাজধানীর রাজধানী মানে মিরপুরে হয়ে গেলো জাঁকজমকপূর্ণ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ভারত থেকে আসা নানান তারকার মধ্যে মূল আকর্ষণ হিসেবে ছিলেন জনপ্রিয় নায়ক সালমান খান ও নায়িকা ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনার আগমন, পারফরম্যান্স ও স্টেজে তাদের আলাপচারিতাই ছিল সকল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে এরই মধ্যে জানা গেছে অসাধারণ এক তথ্য! মিরপুরে লাস্যময়ী ক্যাটরিনা কাইফ এসেছিলেন মেকআপ বাদেই!

বিশেষ প্রতিবেদক চিন্ময় সাহার জানানো তথ্যমতে, ভারত থেকে ক্যাটরিনা কাইফ মেকআপ না নিয়েই বিমানে উঠেছিলেন। এদিকে পৌঁছানো মাত্রই স্টেজে ওঠার সময় হয়ে যাওয়ায় ব্যাকস্টেজেও মেকআপ নিতে পারেননি। তাহলে কি মেকআপ বাদেই রূপে অনন্য ক্যাটরিনা?

এ ব্যাপারে জানতে আমরা কল্পনায় ক্যাটরিনা কাইফের সঙ্গে যোগাযোগ করি (ওখানে তো উনি নিয়মিতই আসেন!)। 'মিরপুরে কি আপনি মেকআপ ছাড়াই স্টেজে উঠেছিলেন?' প্রশ্ন করতেই ক্যাটরিনা যেন লাজুক হাসলেন। তারপর নিজেই খুললেন এই রহস্যের জট, 'হ্যাঁ, মেকআপ নেয়ার সত্যিই সময় ছিল না। সালমানের এমনিতেই বারবার ফোন দেয়া অভ্যাস, আর কালকে তো আগে চলে এসে বারবার ফোন দিচ্ছিলো। আমি তখন গাড়িতে। নেটওয়ার্ক পাচ্ছিলাম না দেখে গাড়ির জানালা খুলে দিলাম... আর ব্যাস! তাতেই কাজ হয়ে গেলো!'

'ঢাকার রাস্তার সিগনালে গাড়ির জানালায় অনেকেই ফুল বেঁচে, ভিক্ষা চায়। কিন্তু মেকআপও কি করিয়ে দেয়?' প্রশ্ন করতে ক্যাটরিনা আবারও হেসে বললেন, 'আরে না না, ওসব না। আমি জানালা খুলে দিলাম, জানালা দিয়ে এলো প্রচুর বাতাস আর ধুলাবালি। তাতেই অটোমেটিক মেকআপ হয়ে গেলো! এরপর আর কি, সোজা গিয়ে স্টেজে উঠে পড়লাম। চুলে কালার করতে হতো, সেটাও আর করতে হয়নি। ধুলাবালিতেই কাজ হয়ে গেছে।'

এই পর্যায়ে আমাদের প্রতিবেদক নিজের অজান্তেই একবার গুনগুন করে গেয়ে ওঠেন, 'মাশাল্লাহ মাশাল্লাহ, চেহরা হ্যায় মাশাল্লাহ...'

স্টেজে যেমন নানান রকমের প্রশংসাবাণী শোনাচ্ছিলেন ক্যাটরিনা, তেমনি প্রশংসা করলেন মিরপুরেরও, 'মিরপুরের ধুলাবালির কথা শুনেছিলাম শুধু, এবার নিজ চোখে দেখা হলো। আপনারাও দেখলেন, মিরপুরের ধুলাবালিতে লাবণ্যময় আমাকে। লাক্স আর ইউজ করবো না ভাবছি। মিরপুর থেকে কিছু ধুলা নিয়ে নিয়মিত মুখে মাখবো। আই উইশ এখানে থেকে যেতে পারতাম! প্রতিদিন মেকআপ করতে কি যে প্যারা লাগে! মিরপুরে বাসা নিতাম, সেটে যাওয়ার পথে রাস্তায়ই মেকআপ হয়ে যেত! এমন জীবনের কথা ভাবতেও ভালো লাগে।'

সবশেষে ক্যাট জানালেন একটি নিগূঢ় জ্ঞানের কথা, 'মিরপুরে এসে অটো মেকআপ হওয়ার পরেই বুঝলাম, পাপন ভাই কেন বলেছিলেন অটো হবে অটো! এখানে সবকিছু অটোই হয়। সাচ এ বিউটিফুল ডিজিটাল কান্ট্রি। লাভ ইউ বাংলাদেশ, লাভ ইউ মিরপুর...'

৬৯১১ পঠিত ... ১৪:৪৫, ডিসেম্বর ০৯, ২০১৯

Top