দেহ কিংবা মন নয়, ভোট জিতে নায়িকাকে হারালেন ভিলেন

১০৪০ পঠিত ... ১৯:৫৫, অক্টোবর ২৬, ২০১৯

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে গতকাল 'নির্বাচন' নির্বাসন থেকে ফিরেছে একটা ধামাকা চমক নিয়ে। এই নির্বাচনটিকে পর্দার বাইরে নায়িকা বনাম ভিলেনের বাস্তবিক নির্বাচনও বলা যায়। কেননা এক সময়ে পর্দায় সম্পূর্ণ বিপরীত চরিত্রে অভিনয় করা নায়িকা মৌসুমি ও বাংলার ভিলেন মিশা সওদাগর এবার তাদের পর্দার দ্বৈরথ নিয়ে এসেছেন পর্দার বাইরেও। সিনেমার পর্দার প্রতিবার নায়িকার দেহ কিংবা মন চেয়ে হেরে যাওয়া ভিলেন মিশা এবার আর তেমন কিছু চাননি। আসলে ভোট জেতার চেয়ে পৃথিবীতে যেখানে আর দামি কিছুই নেই, সেখানে দেহ আর মন চাওয়ার মতো বোকা মিশা সওদাগর না।

 

নির্বাচনে জেতার অনুভূতি জানতে চাইলে মিশা সওদাগর জানান, 'সারা জীবন পর্দায় দেহ মন চেয়েও না পাওয়া এই আমার পৃথিবীর কাছে একটা জয় তো প্রাপ্যই ছিলো! হেরে যাওয়া প্রতিটি মানুষের জন্য জীবন কখনো না কখনো একটা সুযোগ নিয়ে আসে। সিনেমায় জিততে পারিনি, পরিচালকরা কখনোই আমাকে জিততে দেননি। সেজন্যই একজন নায়িকার বিরুদ্ধে নির্বাচন করলাম। জিতে গিয়ে নায়ক-নায়িকাদের দেখিয়ে দিলাম, আমিও জিততে পারি।'

এছাড়াও আরও কিছু পরামর্শ দিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হওয়া ব্যাড বয়দেরকে সাহস ও মোটিভেশন জোগান শিল্পী সমিতি নির্বাচনে জয়লাভ করা মিশা সওদাগর।

ওদিকে নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, 'মিশা ভাইকে আমি জীবনে বহুবার অনেক কিছু থেকে বঞ্চিত করেছি। শুধু বঞ্চিতই করিনি, তাকে দেখিয়ে দেখিয়ে সিনেমায় তারই প্রিয় স্বপ্নের নায়িকার সাথে প্রেম, সংসার করেছি। কখনো কখনো পর্দায় নায়িকার মন কিংবা দেহ জিততে চাওয়ায় মেরেছিও। এই নির্বাচনের ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করে তাকে কিছু একটা জিততে দিতে পেরে ভালো লাগছে অনেক।'

তবে নির্বাচনে হেরে যাওয়া হার্টথ্রুব নায়িকা মৌসুমি এই জয়কে ভিলেনের জয় বলতে নারাজ। তিনি জানান, মিশা সওদাগরের পাশে যে সিক্সপ্যাকওয়ালা নায়ক জায়েদ খান ছিলো তা আপনারা দেখেননি? আসলে সব জায়েদ খানের সিক্সপ্যাকের কারসাজি। নায়কের ছায়াতলেই থেকেই জিতেছে মিশা সওদাগর। সুতরাং এটাকে কোনভাবেই নায়িকাকে হারিয়ে ভিলেনের জয় বলতে পারেন না।'

ওমর সানির একসময় ভিলেন থাকার ব্যাপারটিও মৌসুমিকে ব্যাকফুটে রেখেছে বলেও ধারণা করেন একজন সিনেমা বিশেষজ্ঞ। তবে মৌসুমীর মতামতের সঙ্গে এক জায়গায় দ্বিমত করে সেই বিশেষজ্ঞ বলেন, 'জায়েদ খান, নায়ক? হাউ?'

১০৪০ পঠিত ... ১৯:৫৫, অক্টোবর ২৬, ২০১৯

Top