বাংলাদেশ দলের ম্যাচ জয়ের দৃশ্যের বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ

১৭২৭ পঠিত ... ১৭:০৮, জুন ১৮, ২০১৯

নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের ম্যাচ জয়ের দৃশ্যটির ব্যাপারে। সাকিব আল হাসানের সেঞ্চুরির দৃশ্য থেকে শুরু করে পুরো ম্যাচটিই ছিলো দেশে নির্মিত একটি বাংলা ছবির সম্পূর্ণ কপি-পেস্ট, এমনটাই দাবি ফেসবুকের বেশ কিছু সিনেমা বিশেষজ্ঞের।

ফাতেমা ইসলাম সিফা'র মিম অবলম্বনে

 

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সাফি উদ্দিন সাফি পরিচালিত, শাকিব খান ও জয়া আহসান অভিনীত সিনেমা 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২' থেকে অনেকগুলো দৃশ্য হুবহু কপি করে গতকালের ম্যাচ জয়ের মোমেন্টাম দৃশ্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ছবিটির পরিচালক। এ নিয়ে তিনি গতকাল নিজ ফেসবুক একাউন্টের হোমপেজে একটি অনলি মি প্রাইভেসি দেয়া স্ট্যাটাসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সিনেমার প্রায় শেষ দৃশ্যে সাকিব আল হাসানের মাঠে আসা, বিপদের মুহূর্তে চার-ছয় মেরে দলকে তীরে আনা, গ্যালারিতে শিশিরের উপস্থিতি, সাকিবের সাথে লিটনের সঙ্গ দেয়াসহ অনেকগুলো দৃশ্যই হুবহু কপি বলে দাবি করেছেন পরিচালক সাফি উদ্দিন সাফি। তার দাবি, শিশির শুধু জয়ার মতো 'মা.......রো' বলে চিৎকার করেনি। নতুবা সব দৃশ্যেই মিল পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক নাজমুল হাসান পাপনের সাথে কথা বললে তিনি পুরো ব্যপারটা হেসে উড়িয়ে দেন। এছাড়া তিনি বলেন- 'বাংলাদেশ দলের জয় কোনো সিনেমার কপি পেস্ট নয়। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ ছবিতে শাকিব খান শতক হাঁকাতে পারেননি, কিন্তু সাকিব শতক হাঁকিয়েছে। এছাড়া ছবিতে খেলা হয়েছিলো পাকিস্তানের বিপক্ষে, অথচ গতকালের ম্যাচ হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুতরাং এটা কোনো ভাবেই কপি দৃশ্য হতে পারে না!'

লেখা: রাকিব মাহমুদ 
মিম কৃতজ্ঞতা: ফাতেমা ইসলাম সিফা

১৭২৭ পঠিত ... ১৭:০৮, জুন ১৮, ২০১৯

Top