প্রশ্ন ফাঁসের বিশেষ আপেক্ষিকতার সূত্র দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

১৩১১ পঠিত ... ১৮:৩৪, অক্টোবর ১৭, ২০১৮

[সতর্কতা: eআরকি একটি রম্য, বিদ্রুপ ও স্যাটায়ার ওয়েবসাইট। এখানকার কোনো খবর সিরিয়াসলি নেওয়া আইনত দন্ডনীয়।]

বাস্তব জীবনে আইনস্টাইনের স্পেশাল থিওরি অব রিলেটিভিটি'র প্রয়োগ ঘটিয়ে আলোড়ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা ভার্সিটির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর এক আলোচনা সভায় তিনি এই তত্ত্ব জনসাধারণের জন্য উন্মুক্ত করেন।  

তিনি বলেন, আগেকার দিনে দুইদিন আগে প্রশ্ন ফাঁস হত। এখন প্রশ্ন ফাঁস হচ্ছে সকাল ৯টা ১৭-তে। আমরা প্রশ্ন ফাঁস-কে ক্লোজ ফ্রেমে নিয়ে আসছি।  

এখানে আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব প্রয়োগ করে আখতারুজ্জামান দেখালেন--প্রশ্ন ফাঁস এখন স্থান ও কাল বিবেচনায় নাজুক পরিস্থিতিতে রয়েছে। 'টি' এগিয়ে এসেছে। এখন ভরকে ক্যাক করে চিমটা দিয়ে ধরতে পারলেই কেল্লাফতে। বাস্তব জীবনে এই তত্ত্বের প্রয়োগ বিজ্ঞানের ইতিহাসে এক নজীরবিহীন ঘটনা। এমনকি বিশিষ্ট প্রশ্নফাঁস বিজ্ঞানী নুরুল ইসলাম নাহিদও এরকম সূত্রের প্রয়োগ করতে পারেননি। 

আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমি ইতিমধ্যে এই নতুন তত্ত্বকে আখতারুজ্জামানের নামে পেটেন্ট করে দিয়েছে। তাদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, 'আইনস্টাইনের মতই এই বিজ্ঞানীর নামও 'আ' অক্ষর দিয়ে শুরু। হি ইজ স্পে্শাল। তার কাছে আমরা আরো নতুন নতুন সূত্র পাবো বলে আশা রাখি।' 

অবশ্য ঢাকা ভার্সিটির ভিসি বিজ্ঞানী অধ্যাপক মো. আখতারুজ্জামান আলোচনা সভার শেষে আমাদের নিরাশ করেননি। তিনি প্রশ্ন ফাঁসকারীদের হুশিয়ারি দিয়ে নিজস্ব ভঙ্গিতে বলেন, 'দ্যাশের প্রচালিত অ্যাইন মতাবেক কঠি....ন বেবস্তা গৃহিত হবে'। এই কঠিন ব্যবস্থার ভয়ে প্রশ্ন ফাঁসকারীদের প্যান্ট ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে বলে আমাদের লন্ড্রি প্রতিনিধি (নীলক্ষেত) জানিয়েছে। তারা তওবা করে প্রশ্ন ফাঁস বন্ধেরও ঘোষণা দিয়েছে।    

১৩১১ পঠিত ... ১৮:৩৪, অক্টোবর ১৭, ২০১৮

Top