বিদেশে থেকেও যারা অরোরার ছবি আপলোড দেননি, ক্যানসেল হচ্ছে তাদের ভিসা

২২৩ পঠিত ... ১৭:২৬, মে ১২, ২০২৪

3 (3)

মাত্র ১ দিন আগেই হানা দিয়েছিলো বিগত ২০ বছরের ভেতর সবচেয়ে শক্তিশালী সৌরঝড় বা সোলার স্টর্ম।  সৌরঝড় পৃথিবীতে 'অতিথি' হয়ে এলে, মেরুপ্রদেশ ও তার আশপাশের আকাশে অরোরার দেখা পাওয়া যায়। উত্তরে নাম অরোরা বোরিয়ালিস, দক্ষিণে  অরোরা অস্ট্রালিস আর বাংলায় বলে 'মেরুজ্যোতি'।

অরোরার দেখা পাওয়া এক বিরল সৌভাগ্যই বলা যায়। জন্ম থেকে অরোরার দেশে বাস করা মানুষজন কখনো অরোরা দেখেনি, এমনও শোনা গেছে। তবে সেদিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের প্রবাসীরা। গতকাল থেকে অসংখ্য  প্রবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমে অরোরার ছবি পোস্ট করতে দেখা গেছে।

অরোরা দেখলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় অরোরার ছবি প্রকাশ করেননি। তাদের জন্য এসেছে বিশেষ প্রজ্ঞাপন। সেখানে বলা হয়, ‘অরোরার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেনি এমন প্রতিটি বাংলাদেশির ভিসা বাতিল হয়ে যাবে দ্রুতই।‘

ভিসা বাতিল করার আগে তাদের শো-কজও করা হয়েছে বলে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন মিনিস্ট্রির একটি ফেইক আইডি থেকে। যথাযথ কারণ দর্শাতে পারলে শিথিল হতে পারে এ নির্দেশ। তবে ঘুমিয়ে থাকা, অফিসে থাকা, অসুস্থ থাকা, দাদি মারা যাওয়ার মতো মিথ্যার আশ্রয় নিলে বিদেশি ভিসার পাশাপাশি তাদের ভিসা কার্ডও বাতিল করা হবে।  

এদিকে প্রজ্ঞাপন পেয়ে কপালে হাত অনেকের। লন্ডনে অবস্থানরত উর্মি সাহা নামের এক বাংলাদেশী কাঁদতে কাঁদতে জানান, ‘ আমার কপালটাই এমন। সারাটা দিন আমি মরার মতো ঘুমাইছি। দেশে ভিটা বাড়ি সব বিক্রি করে বাপ মা এইখানে পড়তে পাঠাইছে। ভিসা বাতিল করলে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। প্লিজ বাঁচান আমাকে....’

এদিকে পোস্ট না দিয়ে শুধুমাত্র স্টোরি দেওয়াতেও শোকজ খেয়েছেন নরওয়েতে অবস্থানরত আহান হোসেন। তিনি বলেন, ‘আমি একটু ইন্ট্রোভার্ট। অত ছবি আপলোড টাপ্লোড দেই না। আপলোড না দিলাম, ইন্সটাতে স্টোরি তো দিছি! তারপরেও শোকজ করার মানে কী?’

তবে নরওয়েতে অবস্থানরত জামান নামের এক ব্যক্তি জানতে চেয়েছেন, আমি তো আমার গার্লফ্রেন্ড অরোরার ছবি আপলোড দিয়েছি। আমারও কি ভিসা বাতিল হয়ে যাবে?  

২২৩ পঠিত ... ১৭:২৬, মে ১২, ২০২৪

Top