স্টুডেন্টের বড় বোনের সাথে ভাইব ম্যাচ না করায় টিউশনি ছাড়ল প্রাইভেট টিউটর

১২৫ পঠিত ... ১৪:১৫, মে ১২, ২০২৪

25 (1)

জেনজি-দের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি হলো ভাইব ম্যাচ না করা। ভাইভ ম্যাচ না করার কারণে পৃথিবীতে জেনজিদের জীবনে ঘটে গেছে বহুকিছু। কারো প্রেম হতে হতে হয়নি, অফিসে ফ্রি হতে গিয়ে হতে পারেননি, এমনকি পরিবারের সাথে সু-সম্পর্কও বজায় থাকেনি। এবার স্টুডেন্টের বড় বোনের সাথে ভাইব ম্যাচ না করায় প্রাইভেট টিউটরের টিউশন ছেড়ে দেওয়ার মতো ঘটনা জানা যায়।

উত্তর বাড্ডা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রকে দু'মাস ধরে পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র রাকিন। সবকিছু ঠিকঠাক চলার পরও কোথায় যেন ঠিক আরাম পাচ্ছিলেন না এই টিউটর। যে উচ্ছ্বাস নিয়ে সে পড়াতে যেতো, বাসায় ফেরত আসতে আসতে তা রুপান্তরিত হতো কালো হতাশায়। এ ব্যাপারে রাকিন বলেন, 'Yo, I thought কোথায় prbs এখানে, পরে বুঝলাম সমস্যা স্টুডেন্ট বা আমার না। সমস্যা স্টুডেন্টের বোনের fr. She's very weird. মাঝে মাঝে চা টা নিয়ে আসে। তখন আমি  বলি যে আসো একটু আড্ডা দেই, les hang out. But she never says yes! ঠিকই eyeing kre ktha bole abar. IDK. So fishy what she wants but I feel being ghosted. Ejonno I left it... ’

তবে স্টুডেন্টের বোনের সাথে এ ব্যাপারে কথা বলতে চাওয়া হলে তিনি বলেন, 'ভাইব কী? কী বলেন এগুলা? কিছুই বুঝতেছি না...আম্মা, একটু এইদিকে আসেন। দেখেন না কী বলে...’ 

এই বলে তিনি তার মাকে ডাকেন। রাকিন শুধু একাই নন, তার ছোট ভাই  সাকিন একজন জেন আলফা। জানা যায়, সাকিনের বয়স যখন দশ, বাসার সাথে ভাইব ম্যাচ না করায় সে বাসা থেকে পালিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

১২৫ পঠিত ... ১৪:১৫, মে ১২, ২০২৪

Top