লন্ডনের এক শান্ত কোনে চালু হলো নতুন ধারার রাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান—নাম তার ‘দেশনেতা ই-পলিটিক্স লার্নিং স্কুল’। এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন ভার্চুয়াল রাজনীতির পথিকৃৎ ও ‘স্ক্রিনপথ’ আন্দোলনের একমাত্র পুরোধা ব্যক্তিত্ব, তারেক রহমান।
বলা হয়ে থাকে, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানই প্রথম ব্যক্তি যিনি সফলভাবে প্রমাণ করেছেন—রাজনীতি চালানোর জন্য দেশের মাটি ছোঁয়ার প্রয়োজন নেই। রাজপথ নয়, বরং রাজ স্ক্রিনে থেকে শুধু বক্তৃতা নয়, পুরো রাজনীতি পরিচালনাও সম্ভব।
দীর্ঘদিন ধরে লন্ডনে বসেই তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন, ভিডিও কলে সভা-সমাবেশে উপস্থিত থেকে কর্মীদের মন জয় করার চেষ্টায় রত থেকেছেন—এবার তাই সেই অভিজ্ঞতাকেই শিক্ষা হিসেবে ছড়িয়ে দিতে চান বিশ্বের আগ্রহী নেতাদের মাঝে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে শেখানো হবে এমন সব অমূল্য কৌশল যা রাজনীতির মাঠে না নেমেও সফল নেতা হতে সহায়তা করবে। ইতিমধ্যেই এখানকার কিছু জনপ্রিয় কোর্স হচ্ছে:
Zoom কলে বক্তৃতা এবং রাজপথ কাঁপানোর টেকনিক
(কীভাবে এক স্ক্রিনের ভেতর থেকেই হাজার হাজার লোকের সামনে আত্মপ্রকাশ করতে হয়, সেটাই এই কোর্সের মূল শিক্ষা)
লন্ডনি দেশপ্রেম ১০০/১০০
(বিদেশে বসেও কিভাবে নিজেকে দেশের বড় দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই অসাধারণ কৌশল শেখানো হবে এখানে)
অনলাইনে সাধারণ জীবনযাপন
(রাজনৈতিক আশ্রয় নিয়ে কিভাবে "নিরাপদ ও নির্লিপ্ত জীবনযাপন" করতে হয়, এবং সোশ্যাল মিডিয়ায় সেটাকে ‘সংগ্রাম’ হিসেবে তুলে ধরা যায়—এই কোর্সে তার খুঁটিনাটি থাকবে)
এছাড়া থাকছে একটি বিশেষ গেস্ট লেকচার, শিরোনাম—বিদেশে বসে দেশ চালানো: টিপস অ্যান্ড ট্রিকস। এই সেশনে আলোচনা করবেন এক্সাইল স্পেশালিস্টদের আন্তর্জাতিক ফোরামের অভিজ্ঞ ব্যক্তিত্বরা, যারা বহু বছর ধরে নিজেদের দেশ ছাড়া থেকেও নিজেদের দেশের ভবিষ্যৎ নিয়ে অতি ব্যস্ত।
বাংলাদেশি রাজনীতিবিদদের জন্য এই স্কুলে রয়েছে ১০% ডিসকাউন্ট। ক্লাস হবে সরাসরি লন্ডনের একাধিক সেমিনার রুমে, তবে যারা আসতে পারবেন না, তাদের জন্য থাকছে রেকর্ডেড ক্লাসের সুবিধা—একদম ঘরে বসেই, ল্যাপটপ খুলে শিখতে পারবেন নেতৃত্বের পাঠ।
প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হবে—Certified Remote Leader (CRL) ব্যাজ, যা ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও লিংকডইনে প্রোফাইলে যুক্ত করে নিজেকে ‘আধুনিক ভার্চুয়াল নেতা’ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে ভবিষ্যত ভার্চুয়াল নেতাদেরকে।


