লিটন দাস আরও যতভাবে সাংবাদিকদের বের হয়ে যেতে বলতে পারতেন

৪১২ পঠিত ... ১৯:০৭, অক্টোবর ১৬, ২০২৩

Liton-Das

লিটন দাস সিকিউরিটিকে বলে সাংবাদিকদের বের করে দিয়েছেন। এতে সাংবাদিকরা ক্ষেপে গেছে। তারা বলছে, এভাবে না বলে অন্যভাবে উনি এই কাজটা করতে পারতেন? কোনভাবে করলে সাংবাদিকরা সম্মানিবোধ করতেন?

 

১. অধিনায়ক সাকিব আল হাসানকে ডেকে উনি সাংবাদিকদের বের করে দিতে পারতেন

 

২. দেশে নাজমুল হাসান পাপনকে ফোন দিয়ে বলতে পারেন তিনি যাতে সাংবাদিকদের ফোন করে বলেন যে হোটেল থেকে বেরিয়ে যেতে

 

৩. তামিম ইকবালকে বলে এই কাজ করতে পারতেন। অনেকেই বলে সাংবাদিকদের সাথে তামিমের ভালো সম্পর্ক। এতে সাংবাদিকরা হয়তো মাইন্ড করতেন না

 

৪. নরেন্দ্র মোদীকে বলে সাংবাদিকদের বের হয়ে যেতে বলতে পারতেন। দেশের প্রধানমন্ত্রী বললে হয়তো মাইন্ড করতেন না

 

৫. তিনি বলতে পারতেন, 'লাঞ্চের পর আসেন'। বাকীটা সাংবাদিকরা বুঝে নিতো

 

৬. সাংবাদিকদের বলতে পারতেন আজকে তবারক/বিরিয়ানীর প্যাকেট শেষ

 

৭. তিনি বলতে পারতেন, এই হোটেলে বাংলাদেশের খেলোয়াররা থাকেন। আপনারা ভুল জায়গায় এসেছেন। সাংবাদিকেরা অন্য দলগুলোর হোটেলে চলে যেতেন

 

৮. তিনি আগেই ক্ষমা চেয়ে  তারপর বের করে দিতে পারতেন। সেক্ষেত্রে হয়তো সাংবাদিকরা কিছু মনে করতেন না

 

৯. সাংবাদিককে হাতে-পায়ে ধরে অনুরোধ করতে পারতেন, ‘প্লিজ ভাই, আপনারা বের হয়ে যান।’

৪১২ পঠিত ... ১৯:০৭, অক্টোবর ১৬, ২০২৩

Top