বাবা-মায়ের পেশা দক্ষতার জন্য ছেলেমেয়েদের যে ১০টি কথা শুনতে হয়

১১৯৯ পঠিত ... ২০:০৩, জুন ০১, ২০২১

baba-mayer-pesha

১# তোমার বাবা/মা ইংরেজি/অংক/বিজ্ঞানের টিচার, আর তুমি ইংরেজি/অংক/বিজ্ঞান পারো না? ছি ছি!

২# বাবা এত বড় ভার্সিটির টিচার, কিন্তু ছেলেটা কোথাও চান্স পায় নাই।

৩# ওদের বাবা আর্মি, এইসব আর্মি ব্র‍্যাটসদের তো লাইফ একদম সেট থাকে!

৪# তোমার মা-বাবা ডাক্তার? তুমিও নিশ্চয়ই বড় হয়ে তাদের মতোই ডাক্তার হতে চাও?

৫# ওদের আবার জীবন নিয়ে চিন্তা আছে নাকি? পড়াশুনা কোনোমতে শেষ করে ফ্যামিলি বিজনেসে ঢুকবে আর বাপের হোটেলে খাবে!

৬# তোদের অনলাইন শপ থেকে কিনতেছি, কিছু ডিসকাউন্ট তো দিবি?

৭# মা কি সব আঁকাআকি করে, আর বাপ গান গায়, ছেলেমেয়ের তো এমন উড়াধুড়া অবস্থা হবেই।

৮# তুই ছেড়া টাকা নিয়ে ঘুরিস কেন? তোর বাবা না ব্যাংকার?

৯# মা এত ভালো রান্না কর, আর মেয়েটা ভাতও রাঁধতে জানে না।

১০# মা কী সুন্দর মানিয়ে-গুছিয়ে সংসার করলো, আর মেয়েটা নতুন সংসারে দুইদিনও টিকতে পারলো না।

১১৯৯ পঠিত ... ২০:০৩, জুন ০১, ২০২১

Top