ফোন না ধরার ১০টা বেস্ট এক্সকিউজ

২২০৩ পঠিত ... ১৬:১৩, ডিসেম্বর ০৩, ২০২০

১# স্যরি ভাই, রাস্তায় ছিলাম। দেখলাম মোড়ের মাঝখানে একটা বাঘ দাঁড়ায়ে আছে। খিচ্চা দিলাম দৌড়, তখন আপনে ফোন দিছিলেন।

২# আপনি যখন ফোন দিলেন। এত জোরে রিংটোন বাজলো, আমি জাস্ট বধির হয়ে গেলাম। কালা কানে কীভাবে ফোন ধরি বলেন।

৩# আপনি তো রাতে ফোন দিছিলেন। রিংটোন শুনে ভাবছিলাম বাসায় ভূত আসছে। বেহুশ হয়ে গেছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, এরপর আর কিছু মনে নাই।

৪# তখন যমদূতের সাথে কথা বলছিলাম। বাঁচা মরা নিয়ে নেগোসিয়েশন ছিলো। হয়তো বিশ্বাস করবেন না, আপনার বাঁচা মরা নিয়েই কথা বলছিলাম তার সাথে। ফোন না ধরাতে কী লাভ হয়েছে বুঝতেই পারছেন।

৫# ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে লাফ দিয়ে পৃথিবীতে আসতেছিলাম। তখন ফোন দিছিলেন। ফোন ধরলে বাতাসের শো শো শব্দ ছাড়া কিছু শুনতেন না।

৬# অপারেশন থিয়েটারে ছিলাম। নিজেই নিজের এপেন্ডিসাইটিস এর অপারেশন করছিলাম। রোগীও আমি ডাক্তারও আমি। ফোন ধরলে দায়িত্বে অবহেলা হতো।

৭# আমিতো তখন টাইম ট্রাভেল করছিলাম। ভবিষ্যতে ছিলাম আরকি। ফোন ধরেছি। কথাও বলেছি। এই কথা আপনি এখন শুনবেন না। টাইম ট্রাভেলের হিসেবে ৮ বছর ৩ মাস পর এই ফোন কল পাবেন আপনি।

৮# আপনি যে ফোন দিয়েছেন, ইমেইল করে কনফার্ম করবেন না মিয়া? তাইলেতো ধরতে পারতাম। পরের বার ফোন দিলে অবশ্যই ইমেইলে কনফার্ম করে ফোন দিবেন।

৯# হেয়ার স্পিকার, মাউথ স্পিকার সব নষ্ট ছিলো। সেজন্য ধরি নাই। এখনো নষ্ট। ৫০০ টাকা দিবেন ভাই? তাইলে মোবাইলটা ঠিক করতে পারতাম। এরপর ফোন ধরবো। পাক্কা।

১০# আপনি ফোন দিছিলেন? কই? দেখিনি তো! কল আসে নাই মিয়া। হুদাই। মনে হয় এই এলাকায় মোবাইলের টাওয়ার ধইসা পইড়া গেছে...

২২০৩ পঠিত ... ১৬:১৩, ডিসেম্বর ০৩, ২০২০

Top