ফ্রিতে যে ২০টি মূল্যবান উপদেশ যে কারও কাছেই পাবেন

১৯৯৮ পঠিত ... ১৭:০৯, সেপ্টেম্বর ২০, ২০২০

বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিতে পাওয়া উপদেশ খুব একটা কাজে আসে না। তবে eআরকির ফ্যানদের দেয়া এই ২০টি ফ্রি উপদেশ জীবনে একবার হলেও আপনার কাজে লাগবে গ্যারান্টি। ঝটপট ২০টি কাজে লাগার মতো ফ্রি উপদেশ দেখে নিন ও বন্ধুদের দেখান।

১# খালি গায়ে কখনো ডিম ভাজবেন না।

২# লুঙ্গি পরে কখনো উপর থেকে লাফ দিবেন না। (মাহাদি হাসান)

৩# Don't believe your fart when you have diarrhoea. (ইব্রাহীম মল্লিক)

৪# কলেজ লাইফে কোনো চিল নাই ভাই!! প্রচুর পড়াশোনা। (এনামুল ইসলাম)

৫# যদি জানতে পারেন কেউ মূলা খেয়েছে, তার সাথে রাত্রি যাপন করবেন না। (মুকুল মল্লিক)

৬# পড়া লেখা করে যে, সিভি নিয়া দৌড়ায় সে। (এমডি শফিক আরমান)

৭# বরবটি ভাজিতে কাচা মরিচ দিবেন না। (তানভির হোসাইন শিফুল)

৮# লুজ মোশান (পাতলা পায়খানা) হলে পেশাব করতে বসবেন না। (এমডি ইসমাইল আজাদ)

৯# লুঙ্গির নিচে আন্ডারওয়্যার না পরে কখনো বন্ধুদের কাছে যাবেন না। (শারিফুল ইসলাম)

১০# লুঙ্গি পরে ঘুমালে অবশ্যই কাথা জড়িয়ে থাকবেন।

১১# লেগুনার সামনে (ড্রাইভারের পাশে) কখনো বসবেন না! (সাজ্জাদুর রহমা সাদি)

১২# উড়ন্ত বিমানের জানালা দিয়ে কখনো লাফ দিবেন না। (চৌধুরি এম রায়হান)

১৩# প্রস্রাব করার সময় কখনোই হাঁচি দিবেন না।-মনিরুজ্জামান বাধন

১৪# বন্ধুদের টাকা, হেডফোন ঘড়ি, বেসলেট ধার দিবেন না। (মমিনুর রহমান)

১৫# বন্ধুদের পাঠানো অপরিচিত অডিও, ভিডিও হ্যাডফোন ছাড়া ওপেন করবেন না।

১৬# কখনো নিজের ছবি বন্ধুদের এডিট করতে দিবেন না।

১৮# স্বপ্নে কখনো প্রাকৃতিক কাজ সারবেন না।

১৯# বিয়েতে বন্ধুদের দেয়া গিফট সবার সামনে খুলবেন না।

২০# সকালে ঘুম থেকে জেগেই উঠে পড়বেন না, একটু সময় নিয়ে উত্তেজিত অবস্থা প্রশমিত করে নিন।

১৯৯৮ পঠিত ... ১৭:০৯, সেপ্টেম্বর ২০, ২০২০

Top